Date: November 24, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / রকমারি / বাংলাদেশে কেন বিদেশি শিক্ষার্থীরা পড়তে আসছেন?

বাংলাদেশে কেন বিদেশি শিক্ষার্থীরা পড়তে আসছেন?

August 28, 2023 09:14:48 AM   ডেস্ক রিপোর্ট
বাংলাদেশে কেন বিদেশি শিক্ষার্থীরা পড়তে আসছেন?

ডেস্ক রিপোর্ট:

ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, দক্ষিণ সুদান, চীন, জাপান, ইয়েমেন, ফিলিস্তিন, গাম্বিয়া, নাইজেরিয়াসহ নানা দেশ থেকে বিদেশি শিক্ষার্থীরা পড়তে আসছেন বাংলাদেশে। কেন তাঁরা উচ্চশিক্ষার জন্য বাংলাদেশ বেছে নিলেন? এ দেশে তাঁদের অভিজ্ঞতাই বা কেমন? শুনুন তাঁদের মুখেই

সবাই খুব অতিথিপরায়ণ

লাভরাজ আচার্য, নেপালের নাগরিক, দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের শিক্ষার্থী উচ্চমাধ্যমিকের পর আমার দেশ নেপালের বিশ্ববিদ্যালয়গুলোয় ভর্তি হতে পরীক্ষা দিয়েছিলাম। কিন্তু সুযোগ পাইনি। পরে আমার দুজন বন্ধু, যারা এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ত, আমাকে বাংলাদেশে আসার পরামর্শ দেয়। তাদের কাছ থেকে এখানকার ব্যবহারিক শিক্ষার ব্যাপারে জেনেই আগ্রহী হই। পাশাপাশি এখানে খরচও কম। ফলে আসার ব্যাপারে দ্বিতীয়বার ভাবতে হয়নি।

রোগী দেখতে দেখতেই বাংলা শিখেছি

তুবা আসিফ, পাকিস্তানের নাগরিক, ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী খোঁজখবর নিয়ে জানতে পেরেছিলাম, বাংলাদেশের চিকিৎসকেরা বিশ্বজুড়েই কৃতিত্বের স্বাক্ষর রাখছেন। এখানকার মেডিকেল শিক্ষাব্যবস্থা দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। তাই বাংলাদেশ সরকারের সার্ক কোটা বৃত্তি নিয়ে পাকিস্তানের পাঞ্জাব থেকে এ দেশে পড়তে আসি ২০২১ সালে। সেই থেকে জীবন চলছে রোলার কোস্টারের মতো। সময় কাটছে ভীষণ ব্যস্ততায়।

হাসপাতালের ওয়ার্ডে রোগী দেখতে দেখতেই অনেক কিছু শেখা হয়ে যায়। এই বিষয়টাই আমার কাছে ঢাকা মেডিকেল কলেজের সবচেয়ে ইতিবাচক দিক। মজার ব্যাপার হলো, ওয়ার্ডে রোগী দেখতে দেখতেই আমি বাংলা শিখেছি। হোস্টেলে খাওয়া-থাকা নিয়ে অবশ্য কিছু সমস্যায় পড়তে হয়েছে, যানজটের কারণে চলাফেরায় ভোগান্তিও আছে। তবে খাওয়া দাওয়ার ব্যাপারে একটা কথা বলতেই হয়, এখানকার ভেলপুরি দারুণ! নানা রকম মাছ আর ফলও সুস্বাদু। তবে ভিন্ন পরিবেশ আর ভিন্ন সংস্কৃতিতে বেড়ে ওঠা যে কারও জন্যই এখানে মানিয়ে নেওয়াটা একটু কষ্টকর।