Date: December 12, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / আন্তর্জাতিক / বিশ্বের সবচেয়ে লম্বা নারীর সঙ্গে দেখা করলেন খাটো নারী

বিশ্বের সবচেয়ে লম্বা নারীর সঙ্গে দেখা করলেন খাটো নারী

November 23, 2024 12:23:13 PM   আন্তর্জাতিক ডেস্ক
বিশ্বের সবচেয়ে লম্বা নারীর সঙ্গে দেখা করলেন খাটো নারী

বিশ্বের সবচেয়ে লম্বা নারীর সঙ্গে দেখা করেছেন বিশ্বের সবচেয়ে খাটো নারী। গত ১৩ নভেম্বর গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস ডে-তে যুক্তরাজ্যের লন্ডনে একে-অপরের সঙ্গে দেখা হয় তাদের।

গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস জানিয়েছে, খাটো নারী জয়তি আমাগে এবং লম্বা নারী রুমেসা গেলগি লন্ডনের সেভয় হোটেলে বসে একসঙ্গে চা পান করেন এবং দারুণ কিছু মুহূর্ত কাটান।

তুরস্কের নাগরিক রুমেসা গেলগির উচ্চতা ৭ ফুটের চেয়ে একটু বেশি। যা তাকে এনে দিয়েছে বিশ্বের সবচেয়ে লম্বা নারীর খেতাব। গত এক দশকের বেশি সময় ধরে এই রেকর্ড ধরে রেখেছেন তিনি। অপরদিকে ভারতীয় নাগরিক জয়তির উচ্চতা মাত্র ২ ফুটের চেয়ে সামান্য একটু বেশি। এরমাধ্যমে তিনি বিশ্বের সবচেয়ে খাটো নারীর খেতাব পেয়েছেন।

জয়তির সঙ্গে দেখা করার ব্যাপারে রুমেসা বলেন, “প্রথমবারের মতো জয়তির সঙ্গে দেখা করা অসাধারণ ছিল। সে অন্যতম সুন্দর একজন নারী। আমি তার সাথে দেখার করার জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছি।”

অপরদিকে জয়তি বলেছেন, “আমি আমার চেয়ে বড় ও লম্বা মানুষকে দেখে অভ্যস্ত। তবে বিশ্বের সবচেয়ে লম্বা নারীকে দেখতে পেয়ে আমার খুবই ভালো লেগেছে।”

রুমেসা জানিয়েছেন তারা একেঅপরের সঙ্গে নিজেদের শখের বিষয়গুলো নিয়ে কথা বলেছেন। এছাড়া মেকাপ ও নিজেদের যত্ন নেওয়ার ব্যাাপারেও তাদের মধ্যে আলোচনা হয়েছে।