Date: February 01, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / রংপুর / বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারত ও ভুটানের বোল্ডার আমদানি বন্ধ

বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারত ও ভুটানের বোল্ডার আমদানি বন্ধ

February 01, 2025 02:18:46 PM   উপজেলা প্রতিনিধি
বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারত ও ভুটানের বোল্ডার আমদানি বন্ধ

মোস্তফা, পাটগ্রাম সংবাদদাতা:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে ১ ফেব্রুয়ারি থেকে ভারত ও ভুটান থেকে আসা বোল্ডার পাথরের আমদানি বন্ধ করা হয়েছে। আমদানিকারকদের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বুড়িমারী স্থলবন্দরের সিএন্ডএফ এসোসিয়েশন সভাপতি ফারুক হোসেন জানান, পাথরের আমদানির মূল্য কমানোর দাবী কার্যকর না হওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উল্লেখ্য, বুড়িমারী স্থলবন্দরে প্রতিদিন গড়ে ৩ থেকে ৪ শত ট্রাক ভারতীয় ও ভুটানের পণ্য খালাস হয়, যার মধ্যে বেশিরভাগই পাথর।