Date: November 22, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / আন্তর্জাতিক / ভূমিকম্প বিধ্বস্ত সিরিয়ায় ইহুদিবাদী ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা

ভূমিকম্প বিধ্বস্ত সিরিয়ায় ইহুদিবাদী ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা

February 19, 2023 08:10:27 PM   আন্তর্জাতিক ডেস্ক
ভূমিকম্প বিধ্বস্ত সিরিয়ায় ইহুদিবাদী ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা

ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত সিরিয়ার রাজধানী দামেস্কের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। সিরিয়া যখন ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত লোকজনের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম নিয়ে মারাত্মক ভোগান্তির মধ্যে রয়েছে তখন ইহুদিবাদীরা এই হামলা চালালো। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, ইহুদিবাদীদের এদিনের হামলা প্রতিহত করতে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাল্টা পদক্ষেপ নেয় এবং ইসরাইলের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়। সানা জানিয়েছে, ইসরাইলের কয়েকটি ক্ষেপণাস্ত্র দামেস্কের মধ্যাঞ্চলের কাফর সুসা এলাকার কয়েকটি আবাসিক ভবনে আঘাত হানে। এদিকে, লেবাননের আল-মায়াদিন সংবাদ মাধ্যম জানিয়েছে, সিরিয়ার রাজধানী দামেস্কের কাফর সুসা এলাকা এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আল সুহাইদা প্রদেশের শাহবা শহরে ইসরাইল হামলা চালিয়েছে। সিরিয়ার পুলিশ সূত্র বার্তা সংস্থা সানাকে জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন মানুষ নিহত কিংবা আহত হয়েছেন। অন্যদিকে, সিরিয়ার একটি সামরিক সূত্রের বরাত দিয়ে সানা জানিয়েছে, অধিকৃত গোলান মালভূমির দিক থেকে ইসরাইলি ক্ষেপণাস্ত্র এসেছে এবং সেগুলো রাজধানী দামেস্কের কয়েকটি এলাকার বেসরকারি ভবনে আঘাত হানে। তবে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে বলে ওই সূত্র দাবি করে। সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলায় ৫ জন নিহত হয়েছে যার মধ্যে একজন সেনা সদস্য রয়েছে। এ ছাড়া আরো ১৫ জন আহত হয়েছে যার মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। ইহুদিবাদী ইসরাইল প্রায়ই সিরিয়ার ওপর এভাবে আগ্রাসন চালিয়ে থাকে। এর বিরুদ্ধে বহুবার সিরিয়া জাতিসংঘে নালিশ জানিয়েছে কিন্তু নিরাপত্তা পরিষদ এ বিষয়ে কার্যকর কোনো ভূমিকা নিতে পারে নি।