Date: November 22, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / ঢাকা / ভুল করে 'ও' পজেটিভ রক্তের পরিবর্তে দেওয়া হলো 'এবি' পজেটিভ!

ভুল করে 'ও' পজেটিভ রক্তের পরিবর্তে দেওয়া হলো 'এবি' পজেটিভ!

January 30, 2024 01:40:25 PM   উপজেলা প্রতিনিধি
ভুল করে 'ও' পজেটিভ রক্তের পরিবর্তে দেওয়া হলো 'এবি' পজেটিভ!

আবদুল্লাহ তারেক রানা:
গাজীপুরের শ্রীপুরে চিকিৎসাধীন এক রোগীর শরীরে "ও" পজিটিভ রক্তের পরিবর্তে "এবি" পজিটিভ রক্ত পুশ করার অভিযোগ পাওয়া গেছে শ্রীপুরের মাওনা চৌরাস্তার লাইফ কেয়ার নামক প্রাইভেট হাসপাতালের বিরুদ্ধে।

এতে রোগী পারভিন (৩৮) গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

২৭ জানুয়ারি শনিবার রাত নয়টার দিকে মাওনা চৌরাস্তার লাইফ কেয়ার হাসপাতালের ঘটনা ঘটে।

ভুল চিকিৎসার শিকার রোগী পারভিন  ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামের আবুল হাসেমের মেয়ে। সে গাজীপুর সদর উপজেলার মেম্বার বাড়ি এলাকায় ভাড়া বাসায় থেকে পেনডুরা গার্মেন্টসে চাকরি করে আসছে।

রোগীর ছোট বোন জাকিয়া জানান, ২৭ জানুয়ারি শনিবার আমার বোন অসুস্থ হয়ে পড়লে রাতে লাইফ কেয়ার হাসপাতলে ভর্তি করা হয়। বিভিন্ন প্যাথলজি পরীক্ষা শেষে তার বোনের শরীরে রক্তশূন্যতা রয়েছে, শরীরে রক্তপুশ করতে হবে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। পরে তার রক্তের গ্রুপ অনুযায়ী ‘ও’ পজিটিভ রক্ত দেওয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসক। কিন্তু হাসপাতালের প্যাথলজি বিভাগ থেকে ‘ও’ পজিটিভ রক্তের পরিবর্তে ‘এবি’ পজিটিভ রক্তপুশ সরবরাহ করা হয়। এতে আমার বোন গুরুতর অসুস্থ হয়ে পড়লে  ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজে রোগীর অবস্থা অবনতি হলে মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিকেল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন কর্তব্যরত চিকিৎসকরা।

হাসপাতাল ম্যানেজার আবুল হোসেন হাসান এই বিষয়ে প্রথমে অস্বীকার করলেও পরবর্তীতে তিনি বলেন, গত ২-৩ দিন আগে একটা রোগী আমাদের কাছে এসেছিল তার রক্তের পরিমাণ ছিল ৫, সাথে একজন ডোনার নিয়ে এসেছিল তারা। আমরা কোনরকম পরীক্ষা করিনি পূর্বের রিপোর্ট দেখে রোগীকে ব্লাড ট্রান্সমিশন করেছি।

হাসপাতালের সহ-পরিচালক মাহিবুল নাহিদ প্রধান জানান, এক রোগীর শরীরে ভিন্ন গ্রুপের রক্ত দেওয়ার ঘটনা শুনেছি। পরে গতকাল রাতে আমার হাসপাতাল হতে দুজন লোককে পাঠিয়ে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এ দায়িত্বে অবহেলা হয়েছে বলে ভুল স্বীকার করেছেন তিনি।