Date: November 27, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / আন্তর্জাতিক / মৃত্যুর গুজব অমর্ত্য সেনের

মৃত্যুর গুজব অমর্ত্য সেনের

October 10, 2023 12:42:21 PM   আন্তর্জাতিক ডেস্ক
মৃত্যুর গুজব অমর্ত্য সেনের

অমর্ত্য সেন ভারতীয় অর্থনীতিবিদ মারা গেছেন বলে একটি গুজব ছড়িয়েছে। টাইমস অব ইন্ডিয়া, ডেকান হেরাল্ডসহ অনেক ভারতীয় সংবাদমাধ্যমে মঙ্গলবার (১০ আগস্ট) খবর প্রকাশ করা হয়— নোবেলজয়ী অমর্ত্য সেন মারা গেছেন। সংবাদমাধ্যমগুলো আরও জানায়, অমর্ত্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে— সদ্যই নোবেলজয়ী ক্লাউডিয়া গোল্ডিনের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে।
কিন্তু পরবর্তীতে জানা যায়, তার মৃত্যুর খবরটি গুজব এবং ক্লাউডিয়ার যে অ্যাকাউন্ট থেকে মৃত্যুর তথ্য দেওয়া হয়েছে; সেটি একটি ভুয়া অ্যাকাউন্ট।

দ্রুত গতিতে অমর্ত্য সেনের মৃত্যুর খবরটি চারদিকে ছড়িয়ে পড়লে তার মেয়ে নন্দনার সঙ্গে যোগাযোগ করে কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার।নন্দনা আনন্দবাজারকে জানিয়েছেন, গতকাল সোমবারও তিনি তার বাবার সঙ্গে সময় কাটিয়েছেন। তিনি বলেছেন, ‘আমি অনুরোধ করছি, এসব গুজব ছড়ানো বন্ধ রাখুন। বাবা ভালো আছেন, সুস্থ আছেন। আমি কাল (সোমবার) রাত পর্যন্ত তার সঙ্গেই ছিলাম।’

আনন্দবাজার জানিয়েছে, অমর্ত্য সেন বর্তমানে যুক্তরাষ্ট্রের বোস্টন শহরে অবস্থান করছেন। অপরদিকে নন্দনা রয়েছেন নিউইয়র্কে।

আনন্দবাজারের সঙ্গে কথা বলার পর নন্দনা তার এক্স অ্যাকাউন্ট থেকে একটি টুইট করেন। এতে তিনি লিখেছেন, ‘বন্ধুরা, আপনাদের চিন্তার জন্য ধন্যবাদ কিন্তু এটি একটি ভুয়া খবর। বাবা পুরোপুরি ভালো আছেন। আমরা পরিবারের সঙ্গে ক্যামব্রিজে খুবই সুন্দর একটি সপ্তাহ কাটিয়েছি। গতরাতে যখন আমরা তার কাছ থেকে বিদায় নেই তখনও তার আলিঙ্গন আগের মতোই শক্তিশালী ছিল। হার্ভার্ডে তিনি প্রতি সপ্তাহে দুটি কোর্স নিচ্ছেন। নিজস্ব বই নিয়ে কাজ করছেন— আগের মতোই ব্যস্ত আছেন।’