চন্দ্রযান-৩ এর সাফল্যের পর পরবর্তী মিশনের জন্য প্রস্তুতি নিচ্ছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা—ইসরো। এবার ইসরোর পরবর্তী মিশন মহাকাশযাত্রা। ইতোমধ্যে সেই প্রস্তুতিও শুরু করে দিয়েছেন দুই নভোচারী। মহাকাশ মিশনের সেই দুই নভোচারীর ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। যা ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। কে এই দুই মহাকাশচারী? ট্রেডমিলে কী করছেন তারা?
জানা গেছে, মহাকাশযানে চেপে মহাকাশে যাবেন ভারতীয় বিমানবাহিনীর দুই সদস্য। বাহিনী থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। আগামী ৪ অক্টোবর ভারতীয় বিমানবাহিনীর ৯১তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হবে। তার আগে বাহিনীর দুই মহাকাশচারীর ভিডিও ক্লিপটি প্রকাশ্যে আনা হয়। এতে দুই সদস্যকে শারীরিক কসরত করতে দেখা গেছে।
ইসরোর মহাকাশযান মিশনের অঙ্গ হিসেবে মহাকাশে পাঠানোর জন্য প্রাথমিকভাবে চারজন বিমানবাহিনীর সদস্যকে মনোনীত করা হয়েছিল। এরপর চলে বাছাই পর্ব। সেখান থেকেই দুজনকে চূড়ান্ত করা হয়।
ইসরোর চূড়ান্ত মনোনীত এই দুই মহাকাশচারী বিমানবাহিনীর ফাইটার প্লেন চালক। মিশনে উপযুক্ত করে তোলার জন্যই তাদের প্রশিক্ষণ চলছে। নভোচারীদের রাশিয়ার গ্যাগারিন কসমোনট ট্রেনিং সেন্টারে এক রাউন্ড প্রশিক্ষণ শেষ হয়েছে। বর্তমানে তারা সিমুলেটর ও তাত্ত্বিক প্রশিক্ষণ নিচ্ছেন ওই দেশেই।
এদিকে গত জুন মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্র সফরে মহাকাশ গবেষণা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনা করেন। সে সময় মার্কিন প্রেসিডেন্ট ২০২৪ সালে ভারতীয় মহাকাশচারীদের আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আইএসএ স্থাপনের জন্য সহযোগিতার আশ্বাস দেন। এ ক্ষেত্রে, মহাকাশযান মিশনে অংশগ্রহণকারী ভারতীয় নভোচারীরা টেক্সাসের জনসন স্পেস সেন্টারে গিয়ে প্রশিক্ষণ নিতে পারবেন।
প্রসঙ্গত, ভারতের প্রথম নভোচারী ছিলেন উইং কমান্ডার রাকেশ শর্মা। ১৯৮৪ সালে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে যৌথভাবে মহাকাশ অভিযান করেছিল ভারত।