Date: January 11, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / রাজনীতি / মহিলা লীগের নতুন সভাপতি চুমকি, সম্পাদক শিলা

মহিলা লীগের নতুন সভাপতি চুমকি, সম্পাদক শিলা

November 27, 2022 12:00:56 AM   নিজস্ব প্রতিবেদক
মহিলা লীগের নতুন সভাপতি চুমকি, সম্পাদক শিলা

আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মেহের আফরোজ চুমকি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শবনম জাহান শিলা।

শনিবার বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ষষ্ঠ জাতীয় সম্মেলনে নতুন নেতাদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে মেহের আফরোজ চুমকি আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ছিলেন। এখন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে জাহান আরার নাম ঘোষণা করা হয়েছে। এছাড়া আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হয়েছেন সিমিন হোসেন রিমি এমপি।

এদিকে মহিলা লীগ ঢাকা মহানগর উত্তরের সভাপতি হয়েছেন শাহেদা তারেক দিপ্তি। আর সাধারণ সম্পাদক হয়েছেন হাসিনা বারী চৌধুরী। দক্ষিণের সভাপতি হয়েছেন সাবেরা বেগম, আর সাধারণ সম্পাদক পারুল আক্তার।
সম্মেলনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রথম অধিবেশন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলটির সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগের নতুন সভাপতিও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।

এর আগে ২০১৭ সালের ৪ মার্চ সংগঠনটির সর্বশেষ সম্মেলন হয়। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী, প্রতি তিন বছর পর সম্মেলন হওয়ার কথা থাকলেও প্রায় পাঁচ বছর পর এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।