বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে (১০ নভেম্বর) শুক্রবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে পঞ্চম ‘টু প্লাস টু’ বৈঠকে বসেন যুক্তরাষ্ট্র ও ভারতের পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীরা।
এই বৈঠকের আগে ভারতীয় সংবাদমাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছিল, বাংলাদেশের নির্বাচন নিয়ে মার্কিন মন্ত্রীদের সঙ্গে ভারতীয় মন্ত্রীদের গুরুত্বপূর্ণ আলোচনা হবে।
বৈঠকে বাংলাদেশের নির্বাচন ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোনো কথা হয়েছিল কিনা— এ ব্যাপারে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বিনয় খাত্রার কাছে প্রশ্ন করেন সাংবাদিকরা।
প্রশ্নের জবাবে তিনি জানান, এ ব্যাপারে কোনো কথাবার্তা হয়নি। কারণ বাংলাদেশের নির্বাচন ‘বাংলাদেশের অভ্যন্তরীণ’ বিষয় এবং এ ব্যাপারে ভারত কোনো কথা বলবে না।
তিনি বলেছেন, ‘তৃতীয় কোনো দেশের নীতি নিয়ে কথা বলা ভারতের বিষয় নয়। বাংলাদেশের নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে দেশটির জনগণ।’
তিনি আরও বলেছেন, ‘বাংলাদেশের কাছের বন্ধু এবং সাথি হিসেবে, আমরা বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে সম্মান জানাই এবং বাংলাদেশ একটি স্থিতিশীল, শান্তিপ্রিয় এবং উন্নয়নশীল দেশ হওয়ার যে স্বপ্ন দেখে সেটিকে আমরা সমর্থন জানিয়ে যাব।’
ভারতীয় পররাষ্ট্র সচিব জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের ‘আঞ্চলিক বিষয়’ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আর যেহেতু আঞ্চলিক বিষয়ের মধ্যে বাংলাদেশও রয়েছে; তাই বাংলাদেশ নিয়েও আলোচনা হয়েছে। আর এ বৈঠকে বাংলাদেশের ব্যাপারে ভারত তাদের অবস্থান পরিষ্কারভাবে জানিয়েছে।