Date: November 24, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / আন্তর্জাতিক / রাশিয়াকে অস্ত্র সরবরাহে চীনকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র

রাশিয়াকে অস্ত্র সরবরাহে চীনকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র

February 20, 2023 07:38:28 PM   আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়াকে অস্ত্র সরবরাহে চীনকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সাহায্য করতে চীন অস্ত্র দিতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে। ব্লিনকেন বলেন, রাশিয়াকে অস্ত্র সরবরাহ করছে বিভিন্ন চীনা প্রতিষ্ঠান। যুদ্ধে ব্যবহার করা যাবে এমন অস্ত্রও রাশিয়াকে দিতে পারে চীন। জানা যাচ্ছে, বেইজিং থেকে অস্ত্র মস্কোকে দেয়া হতে পারে। চীনকে সতর্ক করে ব্লিনকেন বলেন, যুদ্ধে রাশিয়াকে কোনো প্রকার অস্ত্র সরবরাহ করলে তার পরিণতি চীনের জন্য ‘মারাত্মক ক্ষতিকর’ হবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে এখনও কোনো মন্তব্য প্রকাশ করে নাই চীন। তবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের ঘনিষ্ঠ বন্ধু হওয়ায় রাশিয়াকে চীন যুদ্ধে সাহায্য করবে বলে ধারণা করছে যুক্তরাষ্ট্র। গত শনিবার জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনের ফাঁকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে বৈঠকে রাশিয়াকে চীনের প্রাণঘাতী অস্ত্র সরবরাহের সম্ভাবনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। উদ্বেগ প্রকাশ করে ব্লিনকেন বলেন, এখন পর্যন্ত যুদ্ধে রাশিয়াকে বিভিন্ন প্রাণঘাতী নয় এমন অস্ত্র সরবরাহ করে এসেছে চীন। বর্তমানে আমরা যে তথ্য পেয়েছি তার ভিত্তিতে আমাদের এখনকার উদ্বেগ হচ্ছে, তারা প্রাণঘাতী অস্ত্র দেয়ার কথা ভাবছে। চীন রাশিয়াকে কী কী অস্ত্র সরবরাহ করতে পারে প্রশ্ন করলে ব্লিনকেন জানান, প্রাথমিকভাবে অস্ত্র ও গোলাবারুদ দিতে পারে চীন। তবে চীনের এই পরিকল্পনা সম্পর্কে যুক্তরাষ্ট্রের কাছে কী তথ্য পেয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ব্লিনকেন। গত ৪ ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র গুপ্তচরবৃত্তির সন্দেহে চীনা বেলুন গুলি করে নামানোর পর থেকে ওয়াশিংটন ও বেইজিংয়ের সম্পর্কের অবনতি হয়েছে। ঘটনাটি নিয়ে দু’পক্ষই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। কিন্তু চীন ইউক্রেইনে ব্যবহারের জন্য রাশিয়াকে অস্ত্র সরবরাহ করলে দুই দেশের সম্পর্ক খুবই খারাপ পর্যায়ে চলে যাবে বলে ধারণা করা হচ্ছে।