Date: December 26, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / জাতীয় / রাষ্ট্র সংস্কারে লিখিত প্রস্তাবনা দিল হেযবুত তওহীদ

রাষ্ট্র সংস্কারে লিখিত প্রস্তাবনা দিল হেযবুত তওহীদ

December 24, 2024 03:48:08 PM   বজ্রশক্তি ডেস্ক
রাষ্ট্র সংস্কারে লিখিত প্রস্তাবনা দিল হেযবুত তওহীদ

সংবিধান সংস্কার কমিশনের আহ্বানে লিখিত প্রস্তাবনা পেশ করেছে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদ। জাতীয় সংসদ ভবনে সংবিধান সংস্কার কমিশনের প্রধান কমিশনার অধ্যাপক আলী রিয়াজের কার্যালয়ে নিজেদের ৪৯টি বিষয়ের উপরে লিখিত প্রস্তাবনা পেশ করেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় কমিটির ৭ সদস্যের একটি প্রতিনিধি দল।

পরে সংসদ ভবন প্রাঙ্গণে প্রস্তাবনার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হেযবুত তওহীদের মুখপাত্র মো. মশিউর রহমান। এ সময় তিনি বলেন, "রাষ্ট্রব্যবস্থার ভিত্তি হবে আল্লাহর বিধান এবং তওহীদ।" এ ছাড়া রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে কিভাবে আল্লাহর বিধান অনুসরণ করা হবে, সেই প্রস্তাবনা তুলে ধরা হয়েছে।

হেযবুত তওহীদের কেন্দ্রীয় তথ্য সম্পাদক এস. এম. সামসুল হুদা বলেন, “তথ্য পরিবেশনের ক্ষেত্রে কিভাবে আল্লাহর বিধান অনুসরণ করতে হবে, সে বিষয়ে প্রস্তাবনা দেওয়া হয়েছে। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার উপায় সম্পর্কেও ৪৯টি বিষয়ের মধ্যে সুপারিশ রয়েছে।”

নারী অধিকার বিষয়ে হেযবুত তওহীদের কেন্দ্রীয় নারী বিষয়ক সম্পাদক রুফায়দাহ পন্নী বলেন, “ইসলামে নারীদের জন্য যে স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে, তা বাস্তবায়নের প্রস্তাবনা দেওয়া হয়েছে। অন্য ধর্মের নারীদের জন্য ইসলামের বিধান কীভাবে প্রযোজ্য হবে, তাও উল্লেখ করা হয়েছে।”

ঢাকা বিভাগীয় আমির ডা. মাহবুব আলম মাহফুজ বলেন, “মসজিদের ইমামদের যেন ধর্মব্যবসার পথে যেতে না হয়, সে জন্য তাদের রাষ্ট্রীয় বেতনের আওতায় আনার প্রস্তাবনা পেশ করা হয়েছে।”

এ সময় উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শফিকুল আলম উখবাহ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক উম্মুত তিজান মাখদুমা পন্নীসহ আরও অনেকে।