Date: December 18, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / ঢাকা / স্ত্রীর মুখে অ্যাসিড নিক্ষেপ, স্বামীর যাবজ্জীবন

স্ত্রীর মুখে অ্যাসিড নিক্ষেপ, স্বামীর যাবজ্জীবন

February 28, 2023 01:09:09 PM   জেলা প্রতিনিধি
স্ত্রীর মুখে অ্যাসিড নিক্ষেপ, স্বামীর যাবজ্জীবন

মানিকগঞ্জ সংবাদদাতা:
মানিকগঞ্জে স্ত্রীর মুখে অ্যাসিড নিক্ষেপের দায়ে স্বামী সাইজুদ্দিন মিয়ার (৬০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
গতকাল দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এ রায় দেন। সাইজুদ্দিন মিয়ার বাড়ি জেলার সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে। তিনি ওই গ্রামের মৃত সামসুদ্দিনের ছেলে। আদালত সূত্রে জানা যায়, পরিবারের সচ্ছলতা আনার জন্য সাইজুদ্দিনের স্ত্রী রেবেকা বেগম (৫০) বিদেশে গিয়েছিলেন। বিদেশ থেকে ২০০৯ সালে তিনি ছুটিতে দেশে আসেন। পরে আবার বিদেশে যেতে চাইলে স্বামী এতে বাধা দেন। এ নিয়ে দুজনের কলহ শুরু হয়। স্বামীর কথা না শুনে বিদেশ যাওয়ার চেষ্টা করলে সাইজুদ্দিন ২০০৯ সালের ২৮ মে রাতে স্ত্রীর মুখে অ্যাসিড ছুঁড়ে মারেন তিনি। তার আত্মচিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় পরদিন সিংগাইর থানায় মামলা হয়। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ শেষে সাইজুদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।