স্বাস্থ্য ডেস্ক:
স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখায় নতুন পরিচালক পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। রাজশাহী বিভাগের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. হাবিবুল আহসান তালুকদারকে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার নতুন পরিচালক করা হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. আলমগীর কবির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা ডা. মো. হাবিবুল আহসান তালুকদারকে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার নতুন পরিচালক হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে। আগামী পাঁচ কর্ম দিবসের মধ্যে তিনি বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ষষ্ঠ কর্মদিবসে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক স্ট্যান্ড রিলিজ করা হবে।
এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে কর্মরত ছিলেন ডা. শেখ দাউদ আদনান। জানা গেছে, তাকে বর্তমানে শাখার ডেপুটি ডিরেক্টর (ডিডি) পদে পদায়ন করা হয়েছে।