Date: February 05, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / রাজনীতি / সীমাহীন দুর্নীতি ও লুটপাটের কারণে দেশের মানুষ দিশেহারা

সীমাহীন দুর্নীতি ও লুটপাটের কারণে দেশের মানুষ দিশেহারা

November 11, 2023 09:42:40 AM   ডেস্ক রিপোর্ট
সীমাহীন দুর্নীতি ও লুটপাটের কারণে দেশের মানুষ দিশেহারা

ডেস্ক রিপোর্ট:

ইসলামী সমাজের আমির সৈয়দ হুমায়ূন কবির বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সীমাহীন দুর্নীতি ও লুটপাটের কারণে দেশের মানুষ দিশেহারা। বর্তমান প্রেক্ষাপটে দেশের অধিকাংশ মানুষই ভালো নেই।

আজ শনিবার (১১ নভেম্বর) দুপুর ১২টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে দলটির সংবাদ সম্মেলন এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরকার এবং বিরোধী দলের মধ্যকার রাজনৈতিক সহিংসতা পরিহারের আহ্বান জানিয়ে ইসলামী বিধান অনুযায়ী দেশ পরিচালনার দাবিও জানান।

সৈয়দ হুমায়ূন কবির বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরকারি দল এবং সরকার বিরোধী জোট এক ভয়াবহ সংঘাত ও সংঘর্ষের মুখোমুখি অবস্থান নিয়েছে। ফলে জাতীয় জীবনে চরম হতাশা ও দুর্দশা নেমে এসেছে। এসবের মূল কারণ হচ্ছে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার পরিবর্তে মানব রচিত ব্যবস্থার ভিত্তিতে রাষ্ট্র গঠন এবং পরিচালনা করা।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের আক্রমণ ও নিরীহ মুসলিমদের ওপর জুলুম-নির্যাতনের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, মুসলিম রাষ্ট্রগুলোর ক্ষমতাসীনদের ফিলিস্তিনের গাজাবাসীদের ওপর ইসরাইলের বর্বরোচিত আক্রমণ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

সরকার এবং বিরোধী জোটসহ সব রাজনৈতিক নেতাদের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, সমাজ ও রাষ্ট্র গঠনে মানব রচিত বিধান বাদ দিতে হবে। এতে সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা হবে।

এসময় তিনি দলটির পক্ষ থেকে ১৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত তিন দফা কর্মসূচি ঘোষণা করেন। সেগুলো হলো—

১. দেশে চলমান সংঘাত ও সব প্রকার বিপদ থেকে বাঁচার জন্য মসজিদে দোয়া ও মুনাজাত।

২. প্রশাসনের সর্বাধিক গুরুত্বপূর্ণ কর্মকর্তা এবং জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছ ইসলামী সমাজের পক্ষ থেকে চিঠি প্রদান।

৩. ঢাকা মহানগরের গুরুত্বপূর্ণ স্থানে কমপক্ষে ৫টি পথসভা এবং ১৬ ডিসেম্বর কুমিল্লা জেলার দাউদকান্দিতে ইসলামী সমাজের কেন্দ্রীয় কার্যালয়ে বিশেষ সভা।

এসময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইসলামী সমাজের বিভাগীয় দায়িত্বশীল মুহাম্মাদ ইউসুফ আলী মোল্লা, মুহাম্মাদ ইয়াছিন, সোলায়মান কবীর, আমির হোসাইনসহ অন্যান্যরা।