Date: March 14, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / সরিষাবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

সরিষাবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

February 26, 2025 04:46:26 AM   উপজেলা প্রতিনিধি
সরিষাবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আশরাফুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাবু মিয়া (৩২)।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোর ৭টার দিকে সরিষাবাড়ী-দিগপাইত সড়কের মহাদান ইউনিয়নের বারইপটল ব্রিজপাড় শেখের বাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত আশরাফুল ইসলাম বগুড়ার শিবগঞ্জ থানার সোনাপুরা গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে। আহত বাবু মিয়া একই এলাকার সাব্বির হোসেনের ছেলে। তারা দুজনেই জনস্বাস্থ্য প্রকল্পের গভীর নলকূপ স্থাপনের ঠিকাদারি কাজ করতেন।

স্থানীয়রা জানান, ভোরে তুলশীপুর খুপি বাড়ি এলাকা থেকে মোটরসাইকেলে করে পোগলদীঘা ইউনিয়নের বয়ড়া বাজারের দিকে যাচ্ছিলেন আশরাফুল ও বাবু। মহাদান ইউনিয়নের বারইপটল ব্রিজ পার হওয়ার পর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা নারিকেল গাছে সজোরে ধাক্কা খায়।

তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলেই প্রাণ হারান চালক আশরাফুল ইসলাম। আহত বাবুকে স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন।

খবর পেয়ে সরিষাবাড়ী থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ও দুর্ঘটনাগ্রস্ত মোটরসাইকেলটি উদ্ধার করেন।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. চাঁদ মিয়া জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে।