Date: December 27, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / আন্তর্জাতিক / হাঙরের আক্রমণে পর্যটকের মৃত্যু

হাঙরের আক্রমণে পর্যটকের মৃত্যু

February 20, 2023 01:03:29 PM   আন্তর্জাতিক ডেস্ক
হাঙরের আক্রমণে পর্যটকের মৃত্যু

সমুদ্রসৈকতে হাঙরের আক্রমণে এক অস্ট্রেলিয়ান পর্যটকের মৃত্যু হয়েছে। আতঙ্কিত দর্শকদের সামনেই ফরাসি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিউ ক্যালেডোনিয়ায় এ ঘটনা ঘটে। খবর বিবিসির।

সেখানের কর্তৃপক্ষ জানিয়েছে, জনপ্রিয় সৈকত নোমিয়ায় ৫৯ বছর বয়সী ওই ব্যক্তি যখন হাঙরের আক্রমণের শিকার হন তখন তিনি তীর থেকে ১৫০ মিটার বা ৫০০ ফুট দূরে সাঁতার কাটছিলেন।

প্রতিবেদনে বলা হয়, বেশ কয়েকবার তিনি আক্রমণের শিকার হন। এতে তার বাহু ও পা মারত্মকভাবে জখম হয়।
ঘটনার পরপরই কাছাকাছি থাকা দুই ব্যক্তিকে তাকে উদ্ধার করে তীরে নিয়ে আসে। এরপর জরুরি সেবা তাকে বাঁচানোর চেষ্টা করে।

তাছাড়া তাকে যখন হাঙর আক্রমণ করে তখন অনেকেই পানিতে ছিলেন। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এ ঘটনার পর সৈকতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে কর্তৃপক্ষ ওই এলাকার বেশিরভাগ সৈকত বন্ধ করে দেয় এবং কাছাকাছি পানিতে থাকা হাঙর ধরার নির্দেশ দিয়েছে।

এটি তিন সপ্তাহের মধ্যে চেতিউ রয়্যাল সৈকতের কাছে তৃতীয় হাঙরের আক্রমণ বলেও জানা গেছে।