ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থল অভিযানে অংশ নিতে গিয়ে গতকাল বৃহস্পতিবার নিহত হন ইসরায়েলি সেনা গাল ইসেনকোত। তিনি ইসরায়েলের বর্তমান যুদ্ধকালীন মন্ত্রীসভার দপ্তরবিহীন মন্ত্রী গাদি ইসেনকোতের ছেলে। গাদি মন্ত্রিত্ব পাওয়ার আগে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধানের দায়িত্বও পালন করেছেন।
আজ শুক্রবার (৮ ডিসেম্বর) গাল ইসেনকোতের অন্ত্যষ্টিক্রিয় সম্পন্ন হয়। সেই অন্ত্যষ্টিক্রিয়ায় ছেলের জন্য কেঁদেছেন ইসরায়েলি মন্ত্রী। যদিও তিনি নিজেকে সামলে রাখার চেষ্টা করেছিলেন; কিন্তু ছেলের ব্যাপারে কথা বলার সময় নিজের আবেগ ধরে রাখতে পারেননি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সাবেক প্রধান।
হামাসের হামলায় নিহত হয়েছেন ইসরায়েলি মন্ত্রীর ছেলে গাল ইজেনকোত
বিজ্ঞাপন
গাদি ইসেনকোত তার ছেলেকে নিয়ে বিভিন্ন কথা বলেন। তিনি জানান, কয়েক বছর আগে তার ছেলে তাকে জানায় সেনাবাহিনীতে থাকায়; বাবাকে সে খুব বেশি পায়নি। তখন তিনি বলেছিলেন, বাবা কাছে না থাকলেও মায়ের সংস্পর্শে ছিল সে। আর মা ও ভাই-বোনের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলায় তিনি তার ছেলেকে নিয়ে গর্বিত।
তিনি আরও জানিয়েছেন, তার ছেলে প্রথমে সেনাবাহিনীর গোয়েন্দা শাখায় যোগ দেয়। কিন্তু ওই সময় নিজের বাবার পরিচয় ব্যবহার করেনি। এরবদলে নিজের যোগ্যতায় সেনাবাহিনীতে জায়গা করে নিয়েছিল।
গতকাল জাবালিয়ায় বোমা বিস্ফোরণ হয়ে ইসরায়েলি মন্ত্রীর ছেলে গান ইজেনকোত গুরুতর আহত হন। এরপর তাকে দ্রুত ইসরায়েলের একটি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই মৃত্যু হয় তার।
মন্ত্রী গাদি ইসেনকোত গতকাল আইডিএফের সাউদার্ন কমান্ড সেন্টারে গিয়েছিলেন। সেখানেই নিজের ছেলের মৃত্যুর খবর পান।