Date: November 23, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / আন্তর্জাতিক / ৪ দিন আগেই আল আহলি বন্ধের নির্দেশ দিয়েছিল ইসরায়েল, দাবি হামাসের

৪ দিন আগেই আল আহলি বন্ধের নির্দেশ দিয়েছিল ইসরায়েল, দাবি হামাসের

October 18, 2023 12:24:44 PM   আন্তর্জাতিক ডেস্ক
৪ দিন আগেই আল আহলি বন্ধের নির্দেশ দিয়েছিল ইসরায়েল, দাবি হামাসের

মঙ্গলবার রাতের ভয়াবহ হামলার ৪ দিন আগেই আল আহালি আরব হাসপাতাল কর্তৃপক্ষকে হাসপাতাল খালি করার নির্দেশ দিয়েছিল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। গাজা উপত্যকায় ক্ষমতাসীন হামাস সরকারের উপ স্বাস্থ্যমন্ত্রী ইউসেফ আবু আল রিশ মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এ তথ্য জানিয়েছেন।

আল রিশ বলেন, গত ১৪ অক্টোবর শনিবার আল আহলি হাসপাতালের কাছে দু’টি গোলা নিক্ষেপ করা হয়েছিল। পরের দিন রোববার হাসপাতালের ব্যবস্থাপক ডা. মাহের আয়াদের সঙ্গে যোগাযোগ করে আইডিএফ এবং হাসপাতাল বন্ধ না রাখার জন্য তাকে তিরস্কার করা হয়।

আল রিশের ভাষ্য অনুযায়ী, ডা. আয়াদকে ডেকে আইডিএফ কর্মকর্তারা বলেন, ‘গতকাল হাসপাতালের কাছে দু’টি গোলা নিক্ষেপ করে আপনাদের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তারপরও কেন আপনারা এখনও হাসপাতাল খোলা রেখেছেন?”

এ ব্যপারে নিশ্চিত হতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে যোগাযোগ করেছিল সিএনএন। কিন্তু বাহিনীর কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।

মঙ্গলবার রাতে গাজা উপত্যকার আল আহলি আরব হাসপাতালে ভয়াবহ এক রকেট হামলায় নিহত হয়েছেন প্রায় ৫০০ জন এবং আহত হয়েছেন আরও শত শত মানুষ।

কারা এই হামলা করেছে তা এখনও স্পষ্ট নয়। গাজার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস এবং ইসরায়েরের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হামলার জন্য পরস্পরকে দোষারোপ করছে।