Date: February 22, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / পাবনায় হেযবুত তওহীদ সদস্যদের উপর সুজন হত্যার আসামিদের হামলা, আহত ১০, আশঙ্কাজনক ১

পাবনায় হেযবুত তওহীদ সদস্যদের উপর সুজন হত্যার আসামিদের হামলা, আহত ১০, আশঙ্কাজনক ১

January 19, 2025 05:32:09 PM   অনলাইন রিপোর্টার
পাবনায় হেযবুত তওহীদ সদস্যদের উপর সুজন হত্যার আসামিদের হামলা, আহত ১০, আশঙ্কাজনক ১

পাবনা প্রতিনিধি: 
আগ্নেয়াস্ত্র ও দেশীয় ধারাল অস্ত্র নিয়ে পাবনায় আবারও হেযবুত তওহীদের সদস্যদের উপর সংঘবদ্ধ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। রবিবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চরঘোষপুর নফসারের ভাটা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

জানা যায়, ২০২২ সালের আগস্টে হেযবুত তওহীদ সদস্য সুজন হত্যা মামলার আসামিদের নেতৃত্বে এ হামলা করা হয়। এ ঘটনায় হেযবুত তওহীদের ১০-১২ জন সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদের মধ্যে ৬ জন পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহতরা হলেন- পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চর ঘোষপুর গ্রামের বাসিন্দা মো. ফিরোজ আব্দুল মমেন, মো. রূপক, মো. নয়ন, মো. সুলতান। তাৎক্ষণিকভাবে বাকিদের নাম পাওয়া যায় নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে ২০-২৫ জনের একটি সন্ত্রাসী বাহিনী আগ্নেয়াস্ত্র ও দেশীয় ধারাল অস্ত্রশস্ত্র নিয়ে সংগঠনের স্থানীয় সদস্যদের বাড়িতে বাড়িতে অতর্কিত হামলা চালায়। এসময় তারা দুই রাউন্ড গুলিও ছোঁড়ে। হামলায় হেযবুত তওহীদের কমপক্ষে ১০ জন সদস্য আহত হয়। তাদের মধ্যে একজন গুরুতরভাবে আহত হন। হামলার পরপর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নিয়ে যায়। এখনও সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে।

২০২২ সালের ২৩ আগস্ট রাতে এই সন্ত্রাসীরা সুজন মণ্ডলকে হত্যা করেছিল। এই হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলার আসামিরা দীর্ঘদিন ধরে মামলা তুলে নিতে ভুক্তভোগী পরিবারগুলোকে চাপ দিয়ে আসছিল। কিন্তু বাদীপক্ষ মামলা তুলে না নেয়ায় সম্পূর্ণ বিনা প্ররোচনায় আবারো হামলা চালিয়েছে বলে অভিযোগ স্থানীয় হেযবুত তওহীদ সদস্যদের।

এদিকে এই ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন পাবনা জেলা হেযবুত তওহীদের সভাপতি মাহাতাব উদ্দীন। তিনি বলেন, একই স্থানে একই কায়দায় বারবার হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। প্রশাসন শক্ত অবস্থান না নিলে অপরাধীরা আরো আশকারা পাবে। আসামিদেরকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

উল্লেখ্য, ২০২২ সালের ২৩ আগস্ট রাতে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হেযবুত তওহীদের পাবনা স্থানীয় কার্যালয়ে হামলা চালায়। এতে হেযবুত তওহীদের ১০ সদস্য আহত হন। এরমধ্যে গুরুতর আহত অবস্থায় দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হলে সেখানেই রাত আড়াইটায় সুজন মণ্ডল মারা যান। এ ঘটনার পর সারাদেশে হেযবুত তওহীদের সদস্যরা রাস্তায় নেমে আসেন। তারা সুজন হত্যার বিচারের দাবিতে মানবববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।

এ ঘটনায় ঐদিন রাতেই হেযবুত তওহীদের সাবেক জেলা সভাপতি সেলিম শেখ বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মামলা করে। পরে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৭ জনকে আটক করতে সক্ষম হয়। আসামিরা বর্তমানে জামিনে মুক্ত রয়েছে।