Date: April 27, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / জাতীয় / কুয়াকাটা সী-বিচের সাথে ‘হোটেল জানা-০১’ নির্মাণ করছে অ্যালায়েন্স বিল্ডার্স

কুয়াকাটা সী-বিচের সাথে ‘হোটেল জানা-০১’ নির্মাণ করছে অ্যালায়েন্স বিল্ডার্স

April 27, 2025 05:00:55 AM   নিজস্ব প্রতিনিধি
কুয়াকাটা সী-বিচের সাথে ‘হোটেল জানা-০১’ নির্মাণ করছে অ্যালায়েন্স বিল্ডার্স

বাংলাদেশের অন্যতম মনোমুগ্ধকর ও প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সমুদ্র সৈকত কুয়াকাটা, যেখানে সূর্যোদয় ও সূর্যাস্তের অনন্য দৃশ্য একসঙ্গে উপভোগ করা যায়। তবে সী-বিচের সাথে আজও গড়ে ওঠেনি কোনো আন্তর্জাতিক মানের হোটেল বা আধুনিক আবাসন সুবিধা। ফলে দেশি-বিদেশি ভ্রমণপিপাসুরা নানা সীমাবদ্ধতার মুখোমুখি হন। এই দীর্ঘদিনের অপ্রাপ্তি পূরণ এবং কুয়াকাটার পর্যটনখাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করতে অ্যালায়েন্স বিল্ডার্স হাতে নিয়েছে চার তারকা মানের আধুনিক বহুতল হোটেল ‘হোটেল জানা-০১’-এর নির্মাণকাজ। প্রতিষ্ঠানটি বিশ্বাস করে, এই প্রকল্প বাস্তবায়িত হলে কুয়াকাটার পর্যটনশিল্পে প্রাণচাঞ্চল্য ফিরে আসবে এবং স্থানীয় অর্থনীতিতে বড় পরিবর্তন ঘটবে।

গত শুক্রবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে হোটেলটির নির্মাণকাজের উদ্বোধন করা হয়। উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন- অ্যালায়েন্স বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক মো. আসাদুজ্জামান, মহিপুর থানার অফিসার ইনচার্জ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদকসহ হোটেলের শেয়ারধারী উদ্যোক্তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে অ্যালায়েন্স বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক মো. আসাদুজ্জামান বলেন, সাধারণ মানুষের জন্য হোটেল জানার শেয়ার উন্মুক্ত করে দেওয়া হয়েছে, যাতে তারা বিনিয়োগ করে টেকসই মুনাফার পাশাপাশি পর্যটন খাতে অবদান রাখার সুযোগ পান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ জার্নালিস্ট ফোরামের সভাপতি শাহেদ আহমেদ, জাতীয় প্রেসক্লাবের সদস্য জাফরুল আলম, বাংলাদেশ সাংবাদিক জোটের সাধারণ সম্পাদক এসএম সামসুল হুদা, পুরান ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি মোস্তাক আহমেদ এবং দৈনিক নওরোজ পত্রিকার নির্বাহী সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সদস্য পাভেল রহমান।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, চার তারকা মানের এই হোটেলটিতে থাকবে ২৬৪টি আধুনিক কক্ষ, হেলিপ্যাড এবং সুইমিংপুলের সুবিধা। হোটেল জানা-০১ হবে যৌথ মালিকানাধীন প্রকল্প, যেখানে সাধারণ বিনিয়োগকারীরাও শেয়ার কেনার মাধ্যমে অংশ নিতে পারবেন। প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে চার লাখ টাকা। বিনিয়োগকারীরা আজীবন মুনাফার পাশাপাশি নানা সুবিধা ভোগ করতে পারবেন বলে জানিয়েছেন নির্মাতা প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

অ্যালায়েন্স বিল্ডার্সের কর্মকর্তারা জানান, রাজধানী ঢাকায় প্রতিষ্ঠানটি ইতোমধ্যে শতাধিক আবাসিক ও বাণিজ্যিক প্রকল্প সফলভাবে বাস্তবায়ন ও হস্তান্তর করেছে। রাজধানীতে অর্জিত অভিজ্ঞতা ও সাফল্যের আলোকে কুয়াকাটায় তাদের ১০৩তম প্রকল্প ‘হোটেল জানা-০১’ নির্মাণের মাধ্যমে আন্তর্জাতিক মানের পর্যটন সুবিধা নিশ্চিত করতে তারা দৃঢ়প্রতিজ্ঞ।