
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়িয়া পশ্চিমপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মুস্তাফিজুর রহমান (৪০) নামে এক জামায়াত কর্মীর মৃত্যু হয়েছে।
বুধবার (২৭ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে ধানের জমিতে সার প্রয়োগ করার সময় বৈদ্যুতিক তারের সঙ্গে স্পর্শ লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সকাল ১০টা ৩০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মুস্তাফিজুর রহমান গ্রামের বিশিষ্ট ধান ব্যবসায়ী ও ফয়েজ মণ্ডলের ছোট ছেলে। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।