Date: December 03, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / শিক্ষাঙ্গন / মিরপুরে নিখোঁজ হওয়া চার কিশোরী বাসায় ফিরেছে

মিরপুরে নিখোঁজ হওয়া চার কিশোরী বাসায় ফিরেছে

March 31, 2023 01:09:19 PM   নিজস্ব প্রতিনিধি
মিরপুরে  নিখোঁজ হওয়া চার কিশোরী বাসায় ফিরেছে

নিজস্ব প্রতিনিধি:

রাজধানীর মিরপুরে একসঙ্গে নিখোঁজ হওয়া অষ্টম শ্রেণি পড়ুয়া চার কিশোরী বাসায় ফিরেছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) রাত ১১টার দিকে তারা মিরপুর ১৩ নম্বরের নিজেদের বাসায় ফেরে।

কাফরুল থানার (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান জানান, কিশোরীদের বাসায় ফেরার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে। কেন তারা হঠাৎ নিখোঁজ হয়ে গেল? দুদিন তারা কোথায় ছিল?

এদের চার বান্ধবীর মধ্যে তিনজন মাদরাসার ও একজন স্কুলের শিক্ষার্থী। তাদের বাসা মিরপুর ১৩ নম্বরে। শিক্ষার্থীরা হলো- কুলসুম, তারমিন আক্তার কল্পনা, সামিয়া ও খুশি। গত মঙ্গলবার সকালে শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার কথা বলে তারা বাসা থেকে বেরিয়ে আর ফিরে আসেনি।

এ ঘটনায় চারজনের অভিভাবক থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। চার কিশোরীই বের হওয়ার সময় বোরখা পরিহিত ছিলেন বলে জিডিতে উল্লেখ করা হয়।