Date: November 22, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / আন্তর্জাতিক / ইউক্রেনের ৫ হাজার কোটি ইউরো সহায়তা আটকে দিলো হাঙ্গেরি

ইউক্রেনের ৫ হাজার কোটি ইউরো সহায়তা আটকে দিলো হাঙ্গেরি

December 15, 2023 12:59:24 PM   আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেনের ৫ হাজার কোটি ইউরো সহায়তা আটকে দিলো হাঙ্গেরি

ইউক্রেনের জন্য ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ঘোষিত ৫ হাজার কোটি ইউরো সহায়তা আটকে দিয়েছে জোটের অন্যতম সদস্যরাষ্ট্র হাঙ্গেরি। প্রসঙ্গত, এক ইউরোর মূল্যমান বাংলাদেশি মুদ্রায় ১২০ টাকা।

বৃহস্পতিবার সন্ধ্যার পর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের জরুরি বৈঠক বসেছিল। জোটের অন্য ২৬ দেশের সরকার প্রধানদের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অর্বানও।

সেখানে প্রথমে ইউক্রেনকে সহায়তা প্রদানের ইস্যুটি উত্থাপন করা হয় এবং হাঙ্গেরি তাতে আপত্তি জানায়। আর জোটের অপর সদস্যরাষ্ট্র সুইডেন ভোট দেওয়া থেকে বিরত থাকে।

সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্তারসেন বলেন, এ ব্যাপারে সমর্থন বা অসমর্থন জানানোর আগে নিজ দেশের পার্লামেন্ট সদস্যদের মতামত নিতে হবে তাকে।

অন্যদিকে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টবর অর্বান ‘এই প্রস্তাবে হাঙ্গেরি ভেটো দিচ্ছে’ উল্লেখ করে বৈঠক কক্ষ থেকে বেরিয়ে যান। পরে আর বৈঠকেই আসেননি তিনি।

তিনি বেরিয়ে যাওয়ায় অবশ্য আলোচনা থেমে থাকেনি। ইইউ’র বৈঠকে এরপর ইউক্রেন, মলদোভা এবং জর্জিয়াকে জোটের সদস্যপদ প্রদানের ব্যাপারে আলোচনা শুরু হয় এবং সব সদস্যরাষ্ট্র সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে এ বিষয়ক যোগাযোগ ও কথাবার্তা শুরু করার পক্ষে ভোট দেয়।

ব্রাসেলসে ইইউর বৈঠকে উপস্থিত ছিলেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটে। বিবিসিকে তিনি বলেন, ‘জোটের ২৬টি দেশ যেখানে একটি ইস্যুতে একমত, সেখানে ভিক্টর অর্বান বা হাঙ্গেরির একার আপত্তিতে কোনো পরিবর্তন হবে না। আমার বিশ্বাস, আগামী জানুয়ারি শেষ হওয়ার আগেই ইউক্রেনের সঙ্গে (সহায়তার অর্থ) চুক্তি আমরা করতে পারব।’

‘আমাদের আরও কয়েক সপ্তাহ অপেক্ষ করতে হবে। আশা করি, এর মধ্যে ইউক্রেন অর্থশূন্য হয়ে পড়বে না।’

প্রসঙ্গত, মস্কোর সঙ্গে ঘনিষ্ঠ হাঙ্গেরি গত বেশ কয়েক মাস ধরেই ইউক্রেনে ইইউর অর্থ ও সামরিক সহায়তা পাঠানোর বিপক্ষে অবস্থান নিয়েছে।