ইসরায়েলে বড় ধরনের হামলা চালানোর পর অবৈধ বসতিস্থাপনকারী ইসরায়েলি বেসামরিক মানুষ ও সেনাদের ধরে নিয়ে যাচ্ছে হামাস। এছাড়া অনেক ইসরায়েলিকে তাদের অবৈধ বাড়িতে জিম্মিও করেছে হামাসের যোদ্ধারা।
শনিবার (৭ অক্টোবর) অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে সমুদ্র-স্থল ও আকাশ থেকে ইসরায়েল প্রবেশ করেন হামাসের সদস্যরা। এরপর তারা ইসরায়েলিদের বাড়ির ভেতর প্রবেশ করেন বলে জানিয়েছে ইসরায়েলের সংবাদমাধ্যম।
অবশ্য বেসামরিকদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ। তবে ইসরায়েলি সেনাদের ধরে গাজায় নিয়ে যাওয়ার একটি ভিডিও প্রকাশ করেছে হামাস। এতে দেখা যাচ্ছে, ইসরায়েলের সেনাবাহিনীর অন্তত তিন সদস্যকে আটক করে নিয়ে আসা হয়েছে। তারা বেসামরিক পোশাকে ছিল।
এছাড়া গাজা ও ইসরায়েলের দখলকৃত স্থানগুলোর মধ্যে তৈরি লোহার বেড়ার কাছে থাকা ইসরায়েলি সেনাদের একটি ট্যাংক জব্দ করেছে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ট্যাংকের ভেতর থেকে এক ইসরায়েলি সেনাকে টেনে বের করা হচ্ছে।
এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বেশ কয়েকটি ছবিতে দেখা গেছে, ইসরায়েলি সেনাদের ব্যবহত বিভিন্ন যুদ্ধযান গাজায় নিয়ে আসছেন হামাসের সদস্যরা। এ সময় সাধারণ ফিলিস্তিনিদের উল্লাস করতে দেখা যায়।
এদিকে সামরিক যান, সেনা ও বেসামরিকদের ধরে নিয়ে যাওয়ার ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরায়েল। তবে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক কর্মকর্তা জোসেফ বোরেল মাইক্রো ব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) জানিয়েছেন, তিনি জানতে পেরেছেন বেসামরিকদের জিম্মি করে গাজায় ধরে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি বলেছেন, এটি আন্তর্জাতিক আইনের পরিপন্থি। তিনি সকল জিম্মিকে ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।
ইউরোপীয় ইউনিয়নের এ কর্মকর্তা বলেছেন, হামাসের এ হামলার কারণে ফিলিস্তিনিদের শান্তি বিনষ্ট হবে।