Date: January 02, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / রকমারি / এই বর্ষায় জুতা দুর্গন্ধমুক্ত রাখার ১২ উপায়

এই বর্ষায় জুতা দুর্গন্ধমুক্ত রাখার ১২ উপায়

July 21, 2023 11:05:46 AM   ডেস্ক রিপোর্ট
এই বর্ষায় জুতা দুর্গন্ধমুক্ত রাখার ১২ উপায়

ডেস্ক রিপোর্ট:

জমে থাকা পানিতে কিংবা বৃষ্টিতে হুটহাট জুতা ভিজে যাওয়ার সমস্যা পোহাতে হয় বর্ষাকালে। ভেজা জুতা আবার সহজে শুকিয়ে ফেলাও সম্ভব হয় না রোদের অভাবে। ফলে জুতা ও মোজায় দুর্গন্ধ হয়ে যায়। আবার পা যাদের বেশি ঘামে, তাদের সমস্যা আরও বেশি। এতে দুর্গন্ধ ও ব্যাকটেরিয়ার আনাগোনা বাড়ে। জেনে নিন এই মৌসুমে কীভাবে জুতার দুর্গন্ধ ঠেকাবেন।


১। জুতা ভিজে গেলে সুযোগ থাকলে দ্রুত পরিষ্কার করে ধুয়ে নেওয়াই ভালো। পানিতে সাদা ভিনেগার মিশিয়ে কাপড়ের জুতা কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এরপর পরিষ্কার করুন। দুর্গন্ধ থাকবে না।২। চাল ধোয়া পানিতে জুতা ভিজিয়ে রেখে এরপর পরিষ্কার করলেও উপকার পাবেন।৩। জুতার মধ্যে সামান্য বেকিং সোডা ছিটিয়ে দিন।