Date: November 23, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / আন্তর্জাতিক / এক দিনেই ৮৩৬ পূজার উদ্বোধন করবেন মমতা

এক দিনেই ৮৩৬ পূজার উদ্বোধন করবেন মমতা

October 11, 2023 12:34:52 PM   আন্তর্জাতিক ডেস্ক
এক দিনেই ৮৩৬ পূজার উদ্বোধন করবেন মমতা

আগের বছর তিন দিন ধরে রাজ্যজুড়ে পূজার করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবার একদিনেই সব পূজার উদ্বোধন করবেন তিনি। আগামী ১২ অক্টোবর মন্ত্রিসভার বৈঠক শেষে কালীঘাটের বাড়ি থেকে ভারচুয়ালি ৮৩৬টি  পূজার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।

সংবাদ প্রতিদিন জানিয়েছে, ইতোমধ্যে প্রতিটি জেলার জেলাশাসকদের সে কথা জানানো হয়েছে।

উদ্বোধনের তালিকায় কোন জেলার কয়টি পূজা

উত্তর ২৪ পরগনা ৫৭, দক্ষিণ ২৪ পরগনা ৫০, হাওড়া ৫১, নদিয়া ৩৫, মুর্শিদাবাদ ৩১, পূর্ব বর্ধমান ৩৭, পশ্চিম বর্ধমান ৩২, বীরভূম ৩৩, হুগলি ৩৭, পূর্ব মেদিনীপুর ৩৯, ঝাড়গ্রাম ৩৬, পশ্চিম মেদিনীপুর ৪১, বাঁকুড়া ৪১, পুরুলিয়া ৪৭, মালদহ ৪১, দক্ষিণ দিনাজপুর ২৩, উত্তর দিনাজপুর ৪০, দার্জিলিং ৪০, কালিম্পং ৮, জলপাইগুড়ি ৬৩, আলিপুরদুয়ার ১৯, কোচবিহার ৩৫।

এদিকে প্রতি বছর কলকাতার একাধিক মণ্ডপে ঘুরে ঘুরে পূজা উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তবে এবার কলকাতার পূজার উদ্বোধন কবে থেকে শুরু হবে, কীভাবেই বা হবে, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, হেলিকপ্টারের জরুরি অবতরণের জেরে পায়ে চোট পেয়েছিলেন মুখ‌্যমন্ত্রী। তারপর স্পেন সফরে গিয়েও পায়ে চোট পান। স্পেন থেকে ফিরেই যান এসএসকেএম হাসপাতালে। পায়ের এমআরআই হয়। সমস‌্যা ধরা পড়ে। চিকিৎসাও শুরু হয়। কয়েকদিন আগে সিকিম ও উত্তরবঙ্গের বিপর্যয় নিয়ে বাড়ি থেকে নবান্নের সঙ্গে ভারচুয়াল বৈঠক করেন মুখ‌্যমন্ত্রী মমতা।