Date: November 23, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / শিক্ষাঙ্গন / একাদশ শ্রেণির ভর্তিতে প্রথম দফার আবেদন শেষ হচ্ছে আজ

একাদশ শ্রেণির ভর্তিতে প্রথম দফার আবেদন শেষ হচ্ছে আজ

August 20, 2023 10:08:46 AM   ডেস্ক রিপোর্ট
একাদশ শ্রেণির ভর্তিতে প্রথম দফার আবেদন শেষ হচ্ছে আজ

ডেস্ক রিপোর্ট:

একাদশ শ্রেণির ভর্তিতে প্রথম দফার আবেদন শেষ হচ্ছে আজ রোববার। রাত ১২টা ৪৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এরপর সোমবার (২১ আগস্ট) থেকে বৃহস্পতিবার (২৪ আগস্ট) পর্যন্ত আবেদন যাচাই-বাছাই করা হবে। এরপর শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টায় প্রথম ধাপের ফল প্রকাশ করা হবে।

আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে, আগামী ৩১ আগস্ট পুনর্নিরীক্ষণের আবেদন করে ফল বদলানো শিক্ষার্থীদের আবেদনের সুযোগ দেওয়া হবে। ৫ সেপ্টেম্বর প্রথম ধাপের ফল প্রকাশ করা হতে পারে। ৭ থেকে ১০ সেপ্টেম্বর নির্বাচন নিশ্চয়নের সুযোগ পাবে প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীরা।

এরপর ১২ থেকে ১৪ সেপ্টেম্বর দ্বিতীয় ধাপের আবেদন নিয়ে ফল প্রকাশ করা হতে পারে ১৬ সেপ্টেম্বর। প্রথম মাইগ্রেশন ফল প্রকাশ করা হবে ১৬ সেপ্টেম্বর। ১৭ ও ১৮ সেপ্টেম্বর নির্বাচন নিশ্চয়নের সুযোগ পাবে দ্বিতীয় ধাপে নির্বাচিতরা।

আর ২০ ও ২১ সেপ্টেম্বর তৃতীয় পর্যায়ের আবেদন নিয়ে ২৩ সেপ্টেম্বর ফল প্রকাশ করা হবে। ২৪ ও ২৫ সেপ্টেম্বর তৃতীয় ধাপের নির্বাচন নিশ্চয়ন চলবে। আর ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৫ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি চলবে। ক্লাস শুরু হবে ৮ অক্টোবর।

নির্বাচিত শিক্ষার্থীকে ৩৩৫ টাকা দিয়ে প্রাথমিকভাবে ভর্তি নিশ্চিত করতে হবে। আগে প্রাথমিক নিশ্চয়ন ফি ছিল মোট ৩২৮ টাকা।


আন্তঃশিক্ষা বোর্ডের দেওয়া তথ্য মতে, একাদশ শ্রেণিতে ভর্তিতে শনিবার (১৯ আগস্ট) রাত পর্যন্ত ১২ লাখ ২২ হাজার ৮৮৫ জন শিক্ষার্থী ৬৬ লাখ ৫২ হাজার ৮২৪টি আবেদন জমা দিয়েছে। এর মধ্যে ১২ লাখ ৩৭ হাজার ৩৯৭টি আবেদনের ফি পরিশোধ করেছে। আজ রোববার প্রথম ধাপের আবেদন শেষে অবশিষ্ট আবেদনের জন্য ফি পরিশোধ করতে পারবে ভর্তিচ্ছুরা।

শিক্ষা বোর্ড জানিয়েছে, একাদশে ভর্তিতে মোট আসন আছে ২৬ লাখের বেশি। এবার এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ১৬ লাখ ৪১ হাজার ১৪০ জন। সে হিসাবে একাদশে ভর্তিতে এবার আসন সংকট নেই। তবে কাঙ্ক্ষিত কলেজে চান্স পাওয়া নিয়ে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা থাকবে। কলেজগুলোর ৯৩ শতাংশ আসন সবার জন্য উন্মুক্ত থাকবে। এসব আসনে ভর্তির জন্য মেধার ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচন করা হবে। বাকি ৭ শতাংশ আসনে কোটায় শিক্ষার্থী মনোনয়ন দেওয়া হবে। এবার একাদশে ভর্তি হতে ৫টি থেকে ১০টি কলেজে আসন পছন্দ দিতে পেরেছে শিক্ষার্থীরা।

চলতি বছর অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটে একাদশ শ্রেণির ভর্তির আবেদন করতে হচ্ছে। অনলাইন ছাড়া সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে ম্যানুয়ালি ভর্তির আবেদন নেওয়া হচ্ছে না। ১৫০ টাকা আবেদন ফি দিয়ে সর্বনিম্ন পাঁচটি ও সর্বোচ্চ দশটি কলেজে।