Date: December 04, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / রকমারি / কোন কোন গন্ধে স্মৃতিশক্তি উন্নত হয়?

কোন কোন গন্ধে স্মৃতিশক্তি উন্নত হয়?

August 13, 2023 10:53:07 AM   স্বাস্থ্য ডেস্ক
কোন কোন গন্ধে স্মৃতিশক্তি উন্নত হয়?

স্বাস্থ্য ডেস্ক:

‘ইউসিআই সেন্টার ফর দ্য নিউরোবায়োলজি অফ লার্নিং অ্যান্ড মেমোরি’র করা একটি গবেষণা বলছে, বিশেষ কিছু এসেনশিয়াল অয়েলের সাহায্যে স্নায়ুর জটিলতা প্রতিরোধ করা যায়।

চেষ্টা করেও কিছু মনে রাখতে পারছেন না। কিংবা পুরনো কথা মনে থাকলেও সকালে কী দিয়ে ভাত খেয়েছেন, তা মনে করতে পারছেন না। আবার বাজার করতে গিয়ে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আনতে ভুলে যাওয়া কিংবা দূর সম্পর্কের কোনও আত্মীয়ের সঙ্গে হঠাৎ রাস্তায় দেখা হলেও চিনতে না পারার মতো সমস্যা দেখা যায় অনেকের। স্মৃতিভ্রম যে কতটা বিপজ্জনক হতে পারে, তার উদাহরণ হল ডিমেনশিয়া। ঠিক কী কারণে এই রোগ হয়, তা বলা মুশকিল। চিকিৎসা পদ্ধতিও বেশ দীর্ঘ। তবে ‘ইউসিআই সেন্টার ফর দ্য নিউরোবায়োলজি অফ লার্নিং অ্যান্ড মেমোরি’র করা একটি গবেষণা বলছে, বিশেষ কিছু এসেনশিয়াল অয়েলের সাহায্যে স্নায়ুর এই ধরনের জটিলতাকে প্রতিরোধ করা যায়। সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য।