Date: December 03, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / রকমারি / কেন বন্ধুত্ব ভেঙে যায়?

কেন বন্ধুত্ব ভেঙে যায়?

August 06, 2023 10:09:29 AM   ডেস্ক রিপোর্ট
কেন বন্ধুত্ব  ভেঙে যায়?

ডেস্ক রিপোর্ট:

গত বছরের বন্ধু দিবসে যারা ছিল সঙ্গে, এ বছর তারা আর নেই! ফেসবুক মেমোরি দেখলে প্রায়ই বের হয়ে আসে দীর্ঘশ্বাস। এক সময় বন্ধুদলের সঙ্গে এখানে সেখানে ঘুরতে যাওয়া হতো, চলতো হইচই আড্ডা। অথচ এখন প্রয়োজনেও খুঁজে পাওয়া যায় না সেই বন্ধুদের কাউকে। কেন ভেঙে যায় বন্ধুত্ব?

সময়ের অভাব

কলেজ বা বিশ্ববিদ্যালয় জীবনে হাতে ছিল অঢেল সময়। কিন্তু পড়াশোনা শেষ হওয়ার পর পরিবার ও চাকরি নিয়ে বেড়ে যায় ব্যস্ততা। ফলে বন্ধুদের জন্য আর আগের মতো সময় বরাদ্দ রাখা সম্ভব হয়ে ওঠে না। একে অপরকে না দেখা বা নিয়মিত কথা না বলার কারণে ধীরে ধীরে বন্ধুদের মধ্যে বাড়তে থাকে দূরত্ব।


মনের মিল না হওয়া

বন্ধুত্ব তৈরি হওয়ার পর আমাদের সম্পর্ক এগিয়ে যেতে থাকে স্বাভাবিকভাবেই। পথ চলতে চলতে হয়তো একসময় গিয়ে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই দুই বন্ধুর মনের মিল হচ্ছে না। নীতিগত পার্থক্যও হয়ে উঠছে প্রকট। ফলে এই সম্পর্ক আর বেশিদূর এগিয়ে যেতে পারে না।