Date: November 23, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / আন্তর্জাতিক / কানাডার নাগরিকদের আবার ই-ভিসা দিচ্ছে ভারত

কানাডার নাগরিকদের আবার ই-ভিসা দিচ্ছে ভারত

November 23, 2023 08:22:23 AM   আন্তর্জাতিক ডেস্ক
কানাডার নাগরিকদের আবার ই-ভিসা দিচ্ছে ভারত

কানাডার নাগরিকদের আবারও ই-ভিসা দেওয়া শুরু করেছে ভারত। কানাডায় ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার থেকে ইলেকট্রনিক ভিসা (ই-ভিসা) দেওয়ার কাজ শুরু হয়েছে।

হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, কানাডায় ভিসা পাওয়ার যোগ্য সব নাগরিককেই ই-ভিসা দেওয়া হবে।

গতমাসে কানাডার নাগরিকরা ভারতে ব্যবসায়িক, চিকিৎসা সংক্রান্ত কাজে বা কোনও কনফারেন্সে এলে তাদের ভিসা দেওয়ার কাজ শুরু হয়। এবার সকলের জন্য ই-ভিসা দেওয়ার কথা জানানো হলো।

কেন ভিসা দেওয়া বন্ধ হয়েছিল?
গত সেপ্টেম্বরে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ করেন, কানাডার নাগরিক ও খালিস্তানপন্থি নেতা হরদীপ সিং নিজ্জরকে হত্যা করার পেছনে ভারতের হাত ছিল। কানাডার কাছে এই বিষয়ে বিশ্বাসযোগ্য তথ্য আছে।

এরপর থেকে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক তলানিতে পৌঁছায়। ভারতও ই-ভিসা দেওয়া বন্ধ করে দেয়।

কূটনীতিক সরিয়ে নেওয়া
ভারত জানিয়ে দেয়, নয়াদিল্লির দূতাবাস থেকে ৪১ জন কূটনীতিককে দেশে ফিরিয়ে নিয়ে যেতে হবে কানাডাকে। ভারতের দাবি ছিল, দুই দেশের দূতাবাস কর্মী সংখ্যার মধ্যে বিস্তর ফারাক আছে। কানাডার দূতাবাসে কর্মীসংখ্যা অনেক বেশি। তাই তাদের ৪১ জন কূটনীতিককে দেশে ফেরাতে হবে। পরে কানাডা তাদের ফিরিয়ে নেয়।

দিল্লি বারবার খালিস্তানপন্থি নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, খালিস্তানপন্থি বিচ্ছিন্নতাবাদীরা কানাডায় যেভাবে কাজ করছে, তা রীতিমতো চিন্তার বিষয়।