Date: December 03, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / রাজনীতি / খেলাফত মজলিস : জনগণ এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে

খেলাফত মজলিস : জনগণ এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে

January 12, 2024 10:10:38 AM   ডেস্ক রিপোর্ট
খেলাফত মজলিস : জনগণ এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে

ডেস্ক রিপোর্ট:

দ্বাদশ সংসদ নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের নায়েবে আমির শায়খুল হাদিস মাওলানা আহমদ আলী কাসেমী।

তিনি বলেন, এই নির্বাচন কোনো ভালো নির্বাচন হয়নি। জনগণ এই নির্বাচন মানে না, জনগণ এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। ২৬ জনের যে মন্ত্রিপরিষদ গঠন করা হয়েছে, জনগণ তা মানে না।

আজ শুক্রবার (১২ জানুয়ারি) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। আহমদ আলী কাসেমী বলেন, এই নির্বাচনে নির্বাচিত সরকারকে জনগণ পাঁচ বছর কেন, পাঁচ দিনও দেখতে চায় না।

সরকারকে অবিলম্বে পদত্যাগ করে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়ে তিনি বলেন, জনগণের নির্বাচন প্রতিষ্ঠা করার জন্য আমাদের মাঠে থাকতে হবে। জনগণের নির্বাচন প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।

সমাবেশে আরও বক্তব্য রাখেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, যুগ্ম মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান, কেন্দ্রীয় প্রকাশনা ও প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, ঢাকা মহানগর উত্তর সভাপতি সাইফুদ্দিন আহমদ খন্দকার, ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হক প্রমুখ।