Date: November 21, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / রকমারি / খুশকি চোখের পাতায়!

খুশকি চোখের পাতায়!

August 19, 2023 08:46:09 AM   স্বাস্থ্য ডেস্ক
খুশকি চোখের পাতায়!

স্বাস্থ্য ডেস্ক:

মাথায় যেমন খুশকি হয়ে থাকে, তেমনি চোখের পাতায়ও খুশকি হয়। এটি আসলে ত্বকের সমস্যা। ত্বকের উপরিভাগে দুধরনের গ্রন্থি থাকে। এক ধরনের গ্রন্থি শুধু ঘাম নিঃসরণ করে। নাম সুইট গ্ল্যান্ড। আরেক ধরনের গ্রন্থি তৈলাক্ত পদার্থ নিঃসরণ করে ত্বক মসৃণ রাখে। নাম সেবাসিয়াস গ্ল্যান্ড। সেবাসিয়াস গ্ল্যান্ড পর্যাপ্ত থাকে মাথা, মুখমণ্ডল ও চোখের পাতায়।

খুশকি : তৈলাক্ত ত্বক (মাথা ও মুখমণ্ডলের) যেখানে আছে, সেখানে এক ধরনের ঈস্ট বা ফাঙ্গাস থাকে, যেগুলোর প্রতি কারও কারও ত্বকে এক ধরনের সংবেদনশীলতা কাজ করে। চোখের পাতায় খুশকির প্রতিক্রিয়া : খুশকি দুভাবে পাতায় সমস্যা সৃষ্টি করে। অ্যালার্জি ও প্রদাহ। এক্ষেত্রে খুশকি সরাসরি অ্যালার্জির কারণে হতে পারে। নয়তো প্রদাহের কারণে হতে পারে। পাতার কিনারায় বা পাপড়ির গোড়ায় সংশ্লিষ্ট গ্রন্থির মুখগুলো বন্ধ হয়ে নিঃসরণ বাধাপ্রাপ্ত হয়। এটি প্রদাহ বা ব্লেফারাইটিস। খুশকি ছাড়াও অন্যান্য কারণে ব্লেফারাইটিস হতে পারে। কসমেটিক, কন্টাক্ট লেন্স সলিউশন বা কোনো ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায়ও ব্লেফারাইটিস হতে পারে। এছাড়া সেবামের ঘনত্বের কারণেও কারও কারও ব্লেফারাইটিস উসকে দিয়ে থাকে।