আর্জেন্টিনাকে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখাচ্ছেন মেসি। ফাইনালে মেসির মুখোমুখি ফ্রান্স। প্রতিপক্ষ হিসেবে ফ্রান্স নিঃসন্দেহে একটি শক্তিশালী দল। ফলে লড়াই হবে জোরদার। ১৮ ডিসেম্বর রাত ৯টায় অনুষ্ঠিত হতে চলেছে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল পর্ব।ফুটবল ম্যাচ চলাকালীন নিজেদের চাঙা রাখতে অনেক কিছুই করেন ফুটবলাররা। আর্জেন্টিনার ফুটবলাররাও বাদ পড়েনি সে তালিকা থেকে। দলের অন্যান্য ফুটবলারের মতো জাদুকরী এক পানীয় পান করেন মেসিও।
নিউ ইয়র্ক টাইমস রিপোর্ট করেছে, মেসিসহ আর্জেন্টিনা দলের প্রায় সবাই পান করেন ইয়ার মেটের শুকনো পাতা দিয়ে তৈরি বিশেষ এক পানীয়। তারা ম্যাচ চলাকালীন এমনকি এর পরও পান করেন। এটি তাদের লতিতে পরিণত হয়েছে।
ক্যাফেইন সমৃদ্ধ হলেও এটি কিন্তু কফি নয়। দক্ষিণ আমেরিকার বিভিন্ন অংশে জনপ্রিয় এই পানীয়। স্বাদে কফির সঙ্গে কিছুটা মিল থাকতে পারে। গরম কিংবা ঠান্ডা দু’ভাবেই পান করা যায় এই পানীয়।
আর্জেন্টিনার মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার এক সাক্ষাৎকারে জানান, খেলা শেষে আমরা সবাই একত্রিত হয়ে এই পানীয় পান করি।
আর্জেন্টিনার দলের আরেক ফুটবলার সেবাস্তিয়ান ড্রিউসি জানিয়েছেন, এই পানীয় পান করার কারণে তারা হাইড্রেট থাকেন। শরীরে পানির মতো কাজ করে এটি।
তাই পানি পাপাসা পেলেই তারা জাদুকরী এই পানীয়তে চুমুক দেন। এমনকি সবার লকারেও একটি করে এই স্বাস্থ্যকর পানীয়ের বোতল থাকে।