Date: November 22, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / আন্তর্জাতিক / গাড়ির কাঁচ ভেঙে সন্তানকে উদ্ধার করলেন বাবা

গাড়ির কাঁচ ভেঙে সন্তানকে উদ্ধার করলেন বাবা

July 26, 2023 11:35:47 AM   আন্তর্জাতিক ডেস্ক
গাড়ির কাঁচ ভেঙে সন্তানকে উদ্ধার করলেন বাবা

বাইরে তপ্ত রোদ। এরমধ্যেই শিশু সন্তানকে গাড়ির ভেতর রেখে বাইরে বের হন বাবা-মা। তবে ভুলে ওই সময় গাড়ির ভেতর চাবি রেখেই দরজা আটকে ফেলেন তারা। গাড়ির ভেতর বেশিক্ষণ থাকলে অতিরিক্ত গরমে দুর্ঘটনা ঘটে যেতে পারে— এমন আশঙ্কা থেকে শিশুটির বাবা দ্রুত সময়ের গাড়ির সামনের কাঁচ ভেঙে শিশুটিকে উদ্ধার করেন।

গাড়ির কাঁচ ভাঙতে দেখে বিষয়টি পর্যবেক্ষণ করতে সেখানে জড়ো হন কয়েকজন পথচারী। তারাও শিশুটিকে উদ্ধারে সহায়তা করেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গত ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের টেক্সাসের দক্ষিণাঞ্চলের হার্লিনগেনে এ ঘটনা ঘটে। ওইদিন রাজ্যের এ শহরটিতে তাপমাত্রা সর্বোচ্চ ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল।

পার্ক করা গাড়িতে যদি কোনো শিশু আটকে যায় তাহলে খুবই অল্প সময়ের মধ্যেই অতিরিক্ত গরমের কবলে পড়তে পারে তারা। যুক্তরাষ্ট্রের পরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, তপ্ত রোদের মধ্যে একটি বদ্ধ গাড়ির তাপমাত্রা প্রথম ১০ মিনিটের মধ্যে ২০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

যদি গাড়ির কাঁচ ভেঙে শিশুটিকে উদ্ধার না করা হতো তাহলে সেদিন ঘটনা অন্যরকম হতে পারত। যুক্তরাষ্ট্রে গাড়ির ভেতর শিশু আটকে পড়ে মৃত্যুর ঘটনা শোনা যায় প্রায়ই। তবে সেদিন আর এমন কিছু ঘটেনি।