Date: November 23, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / রাজনীতি / চট্টগ্রামে বিএনপি কার্যালয়ের সামনে লাঠিসোঁটা নিয়ে সংগঠনের নেতাকর্মীরা আ.লীগের মিছিল

চট্টগ্রামে বিএনপি কার্যালয়ের সামনে লাঠিসোঁটা নিয়ে সংগঠনের নেতাকর্মীরা আ.লীগের মিছিল

October 31, 2023 10:30:11 AM   স্টাফ রিপোর্টার
চট্টগ্রামে বিএনপি কার্যালয়ের সামনে লাঠিসোঁটা নিয়ে সংগঠনের নেতাকর্মীরা আ.লীগের মিছিল

স্টাফ রিপোর্টার:

চট্টগ্রাম নগরের বিএনপি কার্যালয়ের সামনে লাঠিসোঁটা নিয়ে মিছিল করেছে আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুর সোয়া ৩টার দিকে মহানগর বিএনপি কার্যালয়ের সামনে মিছিলটি ঘুরে যায়। তবে এতে আতঙ্ক ছড়িয়ে পড়লেও শেষ পর্যন্ত কোনো সংঘর্ষ হয়নি।  

বিএনপি ও জামায়াতের ডাকা টানা ৩ দিন অবরোধের প্রথম দিনে চট্টগ্রামের রাজপথে সরব রয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এদিন বিএনপি নেতাকর্মীদের কোথাও কোথাও মিছিল করতে দেখা যায়। বেলা সোয়া ৩টার দিকে আওয়ামী লীগের একটি মিছিল হঠাৎ কাজির দেউরি মোড় এলাকা থেকে মহানগর বিএনপি কার্যালয় নাসিমন ভবনের দিকে যেতে থাকে। তবে মিছিলটি বিএনপি কার্যালয়ে প্রবেশ করেনি। কার্যালয়ের সামনের মোড় থেকে ঘুরে গিয়ে পুনরায় কাজির দেউরি গিয়ে মিছিলটি শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

অবরোধকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরে সোমবার দিবাগত রাতে দুটি এবং সকালে একটি বাসে আগুন দেওয়া হয়। সড়কে অন্যান্য দিনের তুলনায় যান চলাচল কম। তবে অবরোধের প্রথম দিনে চট্টগ্রাম থেকে যথা সময়ে ছেড়ে গেছে সবকটি ট্রেন। অবরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক স্বাভাবিক রাখাসহ সার্বিক নিরাপত্তায় মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলায় দুই প্লাটুন করে মোট চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

জানা গেছে, গত শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ করে বিএনপি। একই দিন মতিঝিল শাপলা চত্বর এলাকায় সমাবেশ করে জামায়াত। তবে অপ্রীতিকর ঘটনা ছাড়া জামায়াতের কর্মসূচি শেষ হলে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে এক পুলিশসহ নিহত হওয়া ছাড়াও ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।

এ ঘটনার প্রতিবাদে ২৯ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতাল ডাকে বিএনপি। পরে একই কর্মসূচি ঘোষণা করে জামায়াত। এরপর ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত টানা দিন সর্বাত্মক অবরোধের ঘোষণা দেয় বিএনপি। একই কর্মসূচি ঘোষণা দেয় জামায়াতও।