Date: January 15, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / রকমারি / চায়ের সঙ্গে সিগারেট খেলে যা হতে পারে

চায়ের সঙ্গে সিগারেট খেলে যা হতে পারে

August 24, 2023 09:51:39 AM   স্বাস্থ্য ডেস্ক
চায়ের সঙ্গে সিগারেট খেলে যা হতে পারে

স্বাস্থ্য ডেস্ক:

ধূমপান স্বাস্থ্যের পক্ষে মারাত্মক ক্ষতিকর। তার পরেও অনেকে বেশ স্বাচ্ছন্দ্যে ধূমপান করে থাকেন। অনেকে আবার তিন বেলা চা পান না করে থাকতে পারেন না। কেউ কেউ তো আবার চা এবং সিগারেট একসঙ্গে খেয়ে থাকেন।

বিশেষ করে তরুণরা এই স্টাইলে অন্যরকম একটা অনুভূতি অনুভব করেন। তবে গবেষণা বলছে, এই ধরনের অভ্যাস বাড়াতে পারে ক্যান্সারের ঝুঁকি। চা আর সিগারেট একসঙ্গে বা বিরতি না নিয়ে খাওয়া আপনার স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে তুলতে পারে অনেকটাই। 'অ্যানালস অব ইন্টারনাল মেডিসিন' নামে চিকিৎসাসংক্রান্ত পত্রিকায় এমন তথ্যই বলা হয়।

সমীক্ষা বলছে, যে ব্যক্তি নিয়মিত ধূমপান কিংবা মদ্যপান করে থাকেন তাদের ক্ষেত্রে গরম চা পানের অভ্যাস খাদ্যনালির ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। গবেষণায় ৩০ বছর থেকে ৭৯ বছর বয়সী সাড়ে চার লাখ ব্যক্তির ধূমপান, মদ্যপান এবং চা পান অভ্যাসের ব্যাপারে তথ্য সংগ্রহ করা হয়েছিল। গবেষণার শুরুতে তাদের কারোরই ক্যান্সার ছিল না। পরবর্তী ৯ বছর ধরে এই সাড়ে চার লাখ মানুষের তথ্য সংগ্রহ করা শুরু করলে গবেষকরা দেখেন এক হাজার ৭৩১ জন খাদ্যনালির ক্যান্সারে আক্রান্ত হয়েছেন।