Date: November 24, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / রাজনীতি / ছবি দিয়ে অপপ্রচারের প্রতিবাদে স্বেচ্ছাসেবক লীগ নেতার সংবাদ সম্মেলন

ছবি দিয়ে অপপ্রচারের প্রতিবাদে স্বেচ্ছাসেবক লীগ নেতার সংবাদ সম্মেলন

August 06, 2023 01:21:31 PM   নিজস্ব প্রতিনিধি
ছবি দিয়ে অপপ্রচারের প্রতিবাদে স্বেচ্ছাসেবক লীগ নেতার সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি :
রাজনৈতিক প্রতিহিংসা ও চরিত্র হননের উদ্দেশ্যে ছবি এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে মিথ্যা অপপ্রচারের  প্রতিবাদ ও অপপ্রচারকারীদের আইনের আওতায় আনার দাবিতে সংবাদ সম্মেলন করেছে সোনাইমুড়ী উপজেলা স্বেচ্ছাসেবক লীগ’র যুগ্ম আহ্বায়ক নুর উদ্দিন শামীম ।

শনিবার বেলা ১১ টায় সোনাইমুড়ী চড়ুইবাতি পার্টি সেন্টারে, সোনাইমুড়ী উপজেলা স্বেচ্ছাসেবক লীগ’র ব্যানারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ’র আহ্বায়ক দিলদার হোসেন নোবেল, যুগ্ন আহ্বায়ক নিজাম উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মনির আহমেদ ও সাধারণ সম্পাদক সালাউদ্দিন মিলনসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে নুর উদ্দিন শামীম বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে ছাত্র জীবন থেকেই , কলেজ ছাত্রলীগ, উপজেলা ছাত্রলীগ ও জেলা ছাত্রলীগের’র সদস্য সহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন । বর্তমানে সোনাইমুড়ী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে তাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে একটি চক্র উঠে পড়ে লেগেছে। তারা বিভিন্ন ছদ্মনামে ফেইক আইডি খুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।’

তিনি আরো অভিযোগ করে বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা সুবিধাভোগী কিছু লোক সাংবাদিকদের ভুল বুঝিয়ে তার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার উদ্দেশ্যে ছবি এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে অপপ্রচারে লিপ্ত হয়। তিনি এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ।’

এ ঘটনায় নূর উদ্দিন শামীম বাদি হয়ে সাইবার ট্রাইব্যুনাল আদালত, চট্রগ্রাম পিটিশন নংঃ ৪৫৫/২০২৩ খ্রিঃ আইসিটি আইন ২০১৮ এর ২৪/২৫/২৬/২৯/৩১/৩৫ ধারায় সংশ্লিষ্ট ফেসবুক আইডি, ইউটিউব আইডি ও জড়িত সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।