Date: November 21, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / রাজনীতি / জনগণের অধিকার আদায়ে সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই : মাসুদ

জনগণের অধিকার আদায়ে সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই : মাসুদ

January 03, 2024 07:32:40 AM   ডেস্ক রিপোর্ট
জনগণের অধিকার আদায়ে সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই : মাসুদ

ডেস্ক রিপোর্ট:
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ৭ জানুয়ারি প্রহসনের নির্বাচনে আওয়ামী লীগ জিতলেও সেদিন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হারাবে। এই তামাশার নির্বাচনে আওয়ামী লীগের ষড়যন্ত্র বাস্তবায়ন হওয়া মানেই হচ্ছে বাংলাদেশের ১৮ কোটি জনগণের ভোটাধিকার ও গণতন্ত্রের পরাজয় হওয়া।

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর পল্টন দক্ষিণ থানার উদ্যোগে আজ  রাজধানীতে বসবাসকারী অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র  প্রদান করা হয়। শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শীতবস্ত্র বিতরণকালে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, চলমান শীতের এই মৌসুমে নগরীর অসহায় মানুষগুলো মানবেতর জীবনযাপন করছে। সারা দেশের মতো ঢাকা নগরীতেও দুর্ভোগ সৃষ্টি হয়েছে। প্রান্তিক জনগোষ্ঠী ও শ্রমজীবী মানুষ শীতে কষ্ট পাচ্ছেন। এ অবস্থায় আমরা আমাদের সীমিত সামর্থ্য নিয়ে শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছি।ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে শুরা সদস্য ও পল্টন দক্ষিণ থানার আমীর শাহীন আহমদ খানের সভাপতিত্বে সেখানে আরও উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি অ্যাডভোকেট মারুফুল ইসলাম, কর্মপরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান শাহীন, ওমর ফারুক জামায়াত নেতা আফম ইউসুফ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এক প্লাটফর্মে ঐক্যবদ্ধ হতে না পারলে হুমকির মুখে পড়বে জাতিসত্তা
এদিকে কাজীপাড়া স্টেশন, বাজার ও রোকেয়া সরনিতে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, সরকার কথিত নির্বাচনের নামে প্রহসন করে দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে রীতিমত রঙ্গশালায় পরিণত করেছে।

নির্বাচন প্রত্যাখানকে গণআন্দোলনে রূপ দিতে দলমত নির্বিশেষে সকলকে এক প্লাটফর্মে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যথায় আমাদের জাতিস্বত্তা হুমকির মুখোমুখি পড়বে।এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহকারি সেক্রেটারি ডা. ফখরুদ্দীন মানিক, ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য এস এ টুটুল, ঢাকা মহানগর উত্তরের মজলিসে শূরা সদস্য অধ্যাপক ইবনে তালেব, আব্দুল আউয়াল আজম ও আব্দুল মতিন খান  প্রমুখ।