আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে নির্বাচনী আমেজ জমে উঠেছে। এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে দলের সাবেক মহাসচিব প্রয়াত ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের কন্যা সালিমা তালুকদার আরুণীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
বুধবার বিকেলে সরিষাবাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে তার পক্ষে মো. শহিদুল্লাহ ভিপি শহিদ, মো. জিয়াউর রহমান ও রেজাউল করিম লালসহ বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা এই মনোনয়নপত্র ক্রয় করেন। একই দিনে এই আসনে বিএনপির আরেক শক্তিশালী প্রার্থী জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীমও ধানের শীষ প্রতীকের জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
বিএনপির এই দুই হেভিওয়েট প্রার্থী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মোহাম্মদ আব্দুল আউয়াল, এনসিপি থেকে মোশারফ হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিস থেকে মুফতি মোখলেছুর রহমান জমিরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মাওলানা আলী আকবর সিদ্দিক, সিপিবি থেকে মাহবুব জামান জুয়েল, জাতীয় পার্টি থেকে বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, নাগরিক ঐক্য থেকে কবীর হাসান এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. আসাদুল্লাহ তাদের প্রার্থিতার মনোনয়নপত্র ক্রয় করেছেন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৮৮টি। এখানে মোট ভোটার সংখ্যার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫১ হাজার ৫২৮ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৪৬৩ জন।
পরিসংখ্যান অনুযায়ী, এই আসনে পুরুষ ভোটারের চেয়ে ১ হাজার ৯৩৫ জন নারী ভোটার বেশি। এছাড়া তৃতীয় লিঙ্গের (হিজড়া) একজন ভোটারও রয়েছেন। সরিষাবাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা সঞ্জীব কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রার্থীদের মাঝে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হচ্ছে।