ডেস্ক রিপোর্ট:
জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেছেন, বিএনপির পৃষ্ঠপোষকতায় জামায়াত জঙ্গি সম্প্রদায়িক অপশক্তি বাংলাদেশকে ধ্বংস করার চক্রান্তে লিপ্ত রয়েছে। সমাজে বৈষম্যের অবসান এবং সাম্প্রদায়িক অপশক্তিকে চূড়ান্তভাবে পরাজিত করতে না পারলে মুক্তিযুদ্ধের চেতনার পরিপূর্ণ বাস্তবায়িত হবে না।
মঙ্গলবার (২৬ মার্চ) সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের শহীদ, নির্যাতিত মা-বোনসহ সবার প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।
শিরীন আখতার বলেন, জঙ্গিবাদী-সাম্প্রদায়িক অপশক্তি এবং বাঙালিয়ানার বিরুদ্ধের শক্তিকে চূড়ান্তভাবে পরাজিত করব। বাঙালি সংস্কৃতিতে ভরপুর এক অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, শোষণমুক্ত মানবিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য মুক্তিযুদ্ধের সময় আমরা নির্ধারণ করেছিলাম। গত ৫৩ বছরে বাংলাদেশে অনেক উন্নয়ন হয়েছে। দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার পথে থাকলেও আমরা দেখতে পাই বৈষম্য বিলোপের পরিবর্তে সমাজে বৈষম্যের পাহাড় জমেছে।
এসময় আরও উপস্থিত ছিলেন জাসদ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন, জাসদের জনসংযোগ সম্পাদক ও জাতীয় যুব জোটের সভাপতি শরিফুল কবির স্বপন, জাসদের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ সেলিম, ঢাকা জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক উত্তম দাসসহ অনেকে।