Date: April 26, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / শিক্ষাঙ্গন / জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে সনদ নেবেন সাড়ে ১৫ হাজার শিক্ষার্থী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে সনদ নেবেন সাড়ে ১৫ হাজার শিক্ষার্থী

February 23, 2023 12:10:51 PM   স্টাফ রিপোর্টার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে সনদ নেবেন সাড়ে ১৫ হাজার শিক্ষার্থী

জাবি সংবাদদাতা:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৫ ফেব্রুয়ারি। আসন্ন এই সমাবর্তনে সনদ গ্রহণ করবেন প্রায় সাড়ে ১৫ হাজার শিক্ষার্থী।
গতকাল বুধবার দুপুরে জাবির নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে এই সমাবর্তন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জাহাঙ্গীরনগরের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম। উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম জানান, ২৫ ফেব্রুয়ারি সমাবর্তনকে সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে একটি ব্যবস্থাপনা কমিটি করা হয়েছে। সেই কমিটির পাশাপাশি ১৫টি উপ-কমিটি গঠন করা হয়েছে। আমাদের প্রস্তুতি শেষের দিকে, আশা করি বৃহস্পতিবারের ভেতর আমাদের প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে। এই ৬ষ্ঠ সমাবর্তনে অংশগ্রহণকারী সব শিক্ষার্থীদের আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।
তিনি বলেন, রাষ্ট্রপতি ও আমাদের বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ তার ব্যবস্ততার ভেতরেও আমাদের সময় দিয়েছেন। ২৫ তারিখ তিনি আমাদের সমাবর্তনে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সভাপতিত্ব করবেন। এ ছাড়া বক্তব্য দেবেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।