Date: November 22, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / আন্তর্জাতিক / টাইমস স্কয়ারে তারাবির নামাজ পড়লেন মুসল্লিরা

টাইমস স্কয়ারে তারাবির নামাজ পড়লেন মুসল্লিরা

March 30, 2023 03:47:46 PM   আন্তর্জাতিক ডেস্ক
টাইমস স্কয়ারে তারাবির নামাজ পড়লেন মুসল্লিরা

নিউইয়র্কের বিখ্যাত টাইমস স্কয়ারে ইফতার ও তারাবির নামাজ পড়েছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত কয়েকশ মুসল্লি। বুধবার (২৯ মার্চ) এ ব্যতিক্রমী আয়োজন করে এসকিউ নামের একটি ইসলামিক সংগঠন।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো টাইমস স্কয়ারে ইফতার ও তারাবির নামাজ আদায় করা হয়। মূলত অন্য ধর্মাবলম্বীদের মধ্যে ইসলাম সম্পর্কে আগ্রহ তৈরি করতে এবং ইসলাম সম্পর্কে ধারণা দিতে এ আয়োজন করা হয়।

দেহলিয়া তারেক নামের এক ব্যক্তি ইফতারি ও তারাবির নামাজ পড়তে পরিবারের সদস্যদের নিয়ে টাইমস স্কয়ারে যান। সংবাদমাধ্যম ন্যাশনাল নিউজকে তিনি বলেছেন, এ ধরনের আয়োজন ইসলামের সৌন্দর্য্য প্রকাশে খুবই গুরুত্বপূর্ণ।

তিনি বলেছেন, ‘এমন ব্যস্ত একটি জায়গায় এটি হচ্ছে, আমার মতে এটিই এই আয়োজনের সবচেয়ে অসাধারণ বিষয়। আমি আশা করি এটি প্রতি বছর হবে, বিষয়টি সত্যিই খুব ভালো। আমি আশা করি এমন আয়োজনের জনপ্রিয়তা বাড়তে থাকবে।’


কোরআন তেলাওয়াতকারী ফয়সাল লতিফ এবং ফারাজ হাসান তারাবির নামাজ পড়ান। এছাড়া সেখানে উপস্থিত প্রত্যেককে ইফতার দেওয়া হয়।

এই আয়োজনে যারা স্পন্সর করেছেন তাদের দেওয়া অর্থে প্রায় ২ হাজার মানুষকে ইফতার করানো হয় বলে জানিয়েছেন আয়োজনকারীরা। ইফতারে ছিল খেজুর, পানি, পিৎজা এবং স্যান্ডউইচ। ইফতার শেষে অসংখ্য মানুষ একসঙ্গে তারাবির নামাজে অংশ নেন।

আয়োজকরা জানিয়েছেন, এই আয়োজনের একমাত্র উদ্দেশ্য ছিল— নিউইয়র্কবাসীদের দেখানো কিভাবে মুসলিমরা রমজানের রোজা পালন করেন।

আয়োজক সংগঠন এসকিউ আরও বলেছে, ইসলাম নিয়ে ভীতি অস্বাভাবিকরম বেড়েছে। এছাড়া ইসলাম সম্পর্কে মানুষের ভুল ধারণা তৈরি হচ্ছে। সেগুলো দূর করতে এবং অন্য ধর্মের মানুষকে ইসলামের কার্যক্রম দেখানো ছিল তাদের আরেকটি উদ্দেশ্য।