বুধবার রাতে ভারতের উত্তর প্রদেশে ইঞ্জিনসহ প্ল্যাটফর্মে উঠে গেছে একটি ট্রেন। এ ঘটনায় এক নারী ও রেলওয়ের এক কর্মী আহত হয়েছেন।
পরবর্তীতে ট্রেনের ইঞ্জিনের ভেতর থাকা একটি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, দুর্ঘটনার সময় ভিডিও কলে ব্যস্ত ছিলেন ইঞ্জিনের দায়িত্বে থাকা এক রেলকর্মী। আর তিনি অন্যমনস্ক থাকায় এমন অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে।
তবে ওই সময় ট্রেনটিতে কোনো যাত্রী না থাকায় বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পাওয়া গেছে।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, মঙ্গলবার রাতে উত্তর প্রদেশের মাথুরা রেলওয়ে জংশনে যাত্রা শেষ করে দাঁড়িয়ে আছে ট্রেনটি। এরপর সব যাত্রী নেমে যাওয়ার পর ইঞ্জিনের ভেতর থাকা চালক বের হয়ে যান। তখন ইঞ্জিনের চাবি নিতে সেখানে একটি ব্যাগ হাতে প্রবেশ করেন শচিন নামের এক রেলকর্মী।
ইঞ্জিনের ভেতর উঠেই শচিন তার ব্যাগটি থ্র্রোটলের ওপর রাখেন। আর তার ব্যাগের চাপে থ্রোটলটি সামনের দিকে ঝুঁকে পড়ে। এরপর ট্রেনটি সামনের দিকে চলা শুরু করে। তখনও ভিডিও কলে ব্যস্ত ছিলেন শচিন। এর কয়েক সেকেন্ড পরেই প্রচণ্ড জোরে প্ল্যাটফর্মে ধাক্কা মারে ইঞ্জিনটি। ধাক্কার চোটে ইঞ্জিনটির একটি অংশ প্ল্যাটফর্মে উঠে যায়।
ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার তাজ প্রকাশ আগারওয়াল বলেছেন, এ ঘটনার পর শচিনসহ পাঁচজনকে বরখাস্ত করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এখন তদন্ত করা হচ্ছে, ওই সময় শচিন মদ্যপ ছিলেন কিনা। বিষয়টি খুঁজে বের করতে তাৎক্ষণিকভাবে শচিনের রক্তের নমুনা সংগ্রহ করা হয়। এই পরীক্ষায় বের হবে, মদ পান করে থাকলেও তিনি দুর্ঘটনার সময় কতটা মদ্যপ ছিলেন।