Date: December 26, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / আন্তর্জাতিক / ট্রাম্পকে মারতে ঝোপের মধ্যে ১২ ঘণ্টা লুকিয়ে ছিল বন্ধুকধারী

ট্রাম্পকে মারতে ঝোপের মধ্যে ১২ ঘণ্টা লুকিয়ে ছিল বন্ধুকধারী

September 17, 2024 12:00:27 PM   আন্তর্জাতিক ডেস্ক
ট্রাম্পকে মারতে ঝোপের মধ্যে ১২ ঘণ্টা লুকিয়ে ছিল বন্ধুকধারী

ফ্লোরিডায় ওয়েস্ট পাম বিচের গলফ কার্টে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর দ্বিতীয় বারের মতো হামলার প্রচেষ্টা হয়েছে। এর আগে একবার নির্বাচনী প্রচারণার সময় হামলার শিকার হন ট্রাম্প। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে তার ওপর এভাবে একের পর এক হামলাচেষ্টায় হতবাক সবাই।

ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগে রায়ান ওয়েসলি রাউথ নামে ৫৮ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি হাওয়াইয়ের একজন আবাসন নির্মাতা। তবে যুক্তরাষ্ট্রের রাজনীতি এবং বর্তমান ঘটনাবলীর ওপর নিয়মিত নজর রাখতেন তিনি। তার কাছ থেকে একে-৪৭ ধরনের রাইফেলও উদ্ধার করা হয়েছে।


বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই ব্যক্তি ফ্লোরিডায় নিজ বাড়ির পাশেই ওয়েস্ট পাম বিচ এলাকার একটি ঝোপের ভেতর প্রায় ১২ ঘণ্টা লুকিয়ে ছিলেন। ট্রাম্প যেখানে গলফ খেলছিলেন সেই মাঠের কাছে তিনি লুকিয়ে ছিলেন।

রোববার (১৫ সেপ্টেম্বর) ওয়েস্ট পাম বিচে ঘনিষ্ঠ বন্ধু স্টিভ উইটকফের সঙ্গে ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ ক্লাবে পৌঁছান ট্রাম্প। এ সময় আবহাওয়া বেশ গরম ছিল এবং আকাশও মেঘলা ছিল।

স্থানীয় সময় বেলা ১টা ৩১ মিনিটে পাম বিচ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছে ব্যস্ত সড়ক লাগোয়া ফিফথ ফেয়ারওয়েতে (গলফ মাঠের একটি অংশ) অবস্থান করছিলেন তারা। ওই মুহূর্তে ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিস সদস্যদের একজন মাঠের কাছে ঝোপের ভেতরে বন্দুকের নল দেখতে পান।

ট্রাম্পকে তাৎক্ষণিকভাবে নিরাপদে সরিয়ে নেন সিক্রেট সার্ভিসের সদস্যরা। তাকে হত্যাচেষ্টার এ ঘটনা স্মরণ করে পরদিন রাতে ট্রাম্প বলেন, গলফ খেলার সময় কাছাকাছি দূরত্বে তিনি সম্ভবত চার পাঁচবার গুলির শব্দ শুনেছেন।

কেন্দ্রীয় তদন্তকারীরা বলেন, ৩০০ থেকে ৫০০ গজ দূরে থাকা সন্দেহভাজন বন্দুকধারীকে লক্ষ্য করে সিক্রেট সার্ভিসের এক সদস্য গুলি ছোড়েন। সন্দেহভাজন বন্দুকধারী যেখানে লুকিয়ে ছিলেন সেখান থেকে ট্রাম্পকে পরিষ্কারভাবে দেখার যাচ্ছিল না।


এই ঘটনার পর ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেছেন, ভয় পাবেন না। আমি ভালো আছি এবং কেউ আঘাতপ্রাপ্ত হননি। ঈশ্বরকে ধন্যবাদ। তবে দুনিয়ায় এমন মানুষ আছে যারা আমাদের থামাতে যেকোনো কিছু করতে পারে। আমি আপনাদের জন্য লড়াই থামাবো না। আমি কখনো আত্মসমর্পণ করবো না। আমাকে সমর্থনের জন্য আপনাদের সবসময় ভালোবাসবো। আমাদের একতার মাধ্যমেই আমরা আমেরিকাকে আবারও মহান করবো।

সামাজিক মাধ্যমে এক পোস্টে ট্রাম্প বলেন, তাৎক্ষণিকভাবে সিক্রেট সার্ভিসের সদস্যরা বুঝতে পেরেছিলেন যে এটা একটা বুলেট এবং তারা আমাকে জাপটে ধরেন। তিনি আরও বলেন, আমরা গাড়িতে উঠলাম এবং বেশ ভালোভাবেই চলে এলাম। আমি নিরাপত্তাকর্মীদের সঙ্গে ছিলাম এবং তারা চমৎকার কাজ করেছেন।

একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ট্রাম্প গলফ খেলার সময় ঘটনাস্থলে একাধিক গুলির শব্দ শোনা গেছে। ওই সময় তার সঙ্গে সিক্রেট সার্ভিসের নিরাপত্তা দল ছিল। তারা বন্দুকধারীকে লক্ষ্য করে গুলি চালায়। এফবিআই জানিয়েছে, আপাতদৃষ্টিতে এটি ট্রাম্পকে হত্যার চেষ্টা বলেই মনে হচ্ছে। এই ঘটনার তদন্ত চলছে।