Date: January 22, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / ঢাকা / টাঙ্গাইল জেলা প্রশাসক ড. মো: আতাউল গনিকে হেযবুত তওহীদের স্মারকলিপি প্রদান

টাঙ্গাইল জেলা প্রশাসক ড. মো: আতাউল গনিকে হেযবুত তওহীদের স্মারকলিপি প্রদান

September 21, 2022 05:42:54 PM   নিজস্ব প্রতিনিধি
টাঙ্গাইল জেলা প্রশাসক ড. মো: আতাউল গনিকে হেযবুত তওহীদের স্মারকলিপি প্রদান

কেন্দ্রীয় কমর্সূচির অংশ হিসেবে টাঙ্গাইল জেলা প্রশাসক ড. মো: আতাউল গনি বরাবর স্মারকলিপি প্রদানের পর গনসংযোগ করেছে হেযবুত তওহীদের টাঙ্গাইল জেলা শাখার সদস্যবৃন্দ। পাবনার হেযবুত তওহীদের সদস্য সুজনের খুনীদের বিচার ও সদস্যদে জীবন-সম্পদের নিরাপত্তার দাবিতে আজ (২১ সেপ্টেম্বর ২০২২) টাঙ্গাইল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে টাঙ্গাইল  জেলা হেযবুত তওহীদ।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় হেযবুত তওহীদের সাংগঠনিক সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম নাফে, হেযবুত তওহীদের  টাংগাইল জেলা সভাপতি মো: হাবিবুর রহমান হাবিব , সাধারন সম্পাদক মো: মামুন পারভেজ, নারী বিযয়ক সম্পাদক জান্নাতুন আক্তার ফারজানা, টাঙ্গাইল জেলা সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন,  টাঙ্গাইল জেলা হেযবুত তওহীদের মির্জাপুর উপজেলার সভাপতি মো: হুমায়ূন কবির প্রমুখসহ জেলার আরো শতাধিক নেতাকর্মী।

00

উল্লেখ্য, ২৩ আগস্ট পাবনার হেমায়েতপুর থানা কার্যালয়ে রাতের অন্ধকারে ৪০/৫০ জন অস্ত্রধারী সন্ত্রাসী হামলা চালিয়ে উপস্থিত ১৫/১৬ জন সদস্যকে এলোপাথাড়ি কোপানো শুরু করে। প্রায় সকলেই আহত হয়। গুরুতর আহত চারজনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মুমূর্ষু দুইজনকে রাজশাহী মেডিক্যাল কলেজে নেওয়ার পর সুজন মণ্ডল নামে একজন সদস্য সেখানে মারা যান।  পরে এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হলে সাত আসামিকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
স্মারকলিপি প্রধানের শেষে পুলিশ সুপার কার্যালয়ের সামনে মানববন্ধন ও টাঙ্গাইল জেলা শহরে গণসংযোগ করেন জেলার সকল নেতা কর্মীগণ।