Date: May 19, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / স্বাস্থ্য / ডেঙ্গুর দাপট কোনোভাবেই থামানো যাচ্ছে না

ডেঙ্গুর দাপট কোনোভাবেই থামানো যাচ্ছে না

August 03, 2023 10:34:50 AM   স্বাস্থ্য ডেস্ক
ডেঙ্গুর দাপট কোনোভাবেই থামানো যাচ্ছে না

স্বাস্থ্য ডেস্ক:

পশ্চিমবঙ্গে দাপট দেখানো ডেঙ্গুর স্ট্রেনে ঝুঁকি কম। বাংলাদেশের মতো প্রতিবেশী পশ্চিমবঙ্গেও ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বাড়ছেই। এরইমধ্যে ভাইরাসের প্রজাতি সম্পর্কে জানতে ডেঙ্গু-সেরোটাইপিং শুরু করেছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর। সেই রিপোর্ট জমা পড়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সচিবালয়ে। এতে বলা হয়েছে, সেখানে যে ডেঙ্গু পরিস্থিতি চলছে, তার নেপথ্যে আছে ‘ডেন-৩’ স্ট্রেন। চিকিৎসকদের মতে, এই স্ট্রেন আপাত নিরীহ স্বভাবের। তাই আক্রান্ত সকলেই সঙ্কটজনক হবেন না।

ভারতীয় চিকিৎসকরা বলছেন, ডেঙ্গুর চারটি প্রজাতি রয়েছে— ডেন-১, ডেন-২, ডেন-৩ ও ডেন-৪। প্রথম ও তৃতীয়টিতে সমস্যা কম। অর্থাৎ, আক্রান্ত হলেও সঙ্কটজনক হওয়ার ঝুঁকি কম। তবে দ্বিতীয় ও চতুর্থ প্রজাতি অতি দ্রুত সঙ্কটজনক করে তোলে। জুলাইয়ে আক্রান্তদের মধ্যে ডেন-১ ৪.১%, ডেন-২ ১৭%, ডেন-৩ ৬৩.২% এবং ডেন-৪ ১৫.২% মিলেছে। ডেন-৩ স্ট্রেনের আধিক্যকে স্বস্তিরই মনে করা হচ্ছে। কিন্তু ২০১৯-এর মতো হঠাৎ ডেন-২ বা ডেন-৪ একযোগে তাণ্ডব শুরু করলে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা যেমন বাড়ে, তেমনই বাড়ে মৃত্যুও।

এ দিকে পশ্চিমবঙ্গের ডেঙ্গু পরিস্থিতির জন্য বাংলাদেশকে দায়ী করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সীমান্তবর্তী আরেক রাজ্য ত্রিপুরায় ঢুকতে বাংলাদেশিদের জন্য ডেঙ্গু পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে।