Date: January 15, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / স্বাস্থ্য / ঢাকার যেসব এলাকায় ডেঙ্গু রোগী বেশি

ঢাকার যেসব এলাকায় ডেঙ্গু রোগী বেশি

July 18, 2023 11:31:02 AM   স্বাস্থ্য ডেস্ক
ঢাকার যেসব এলাকায় ডেঙ্গু রোগী বেশি

স্বাস্থ্য ডেস্ক:
স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত ১৮ থেকে ৪০ বছর বয়সী রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। ঢাকা শহরে এসব রোগীর সংখ্যা ৭ হাজার ৯৩ জন। ঢাকার বাইরে ৪ হাজার ১২০ জন।        

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার যাত্রাবাড়ী, মুগদা, কদমতলী, জুরাইন, মানিকনগর এবং সবুজবাগ থেকে সবচেয়ে বেশি রোগী এসেছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের সবচেয়ে বেশি রোগী এসেছে উত্তরা, মোহাম্মদপুর, মিরপুর, তেজগাঁও এবং বাড্ডা থেকে।

ডা. রাশেদা সুলতানা জানান, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ সব হাসপাতালেই পর্যাপ্ত ডেঙ্গু পরীক্ষার কিট দেওয়া আছে। প্রয়োজন হলে রোগ নিয়ন্ত্রণ শাখা ব্যবস্থা নেবে।