Date: December 26, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / আন্তর্জাতিক / তুরস্কে উদ্ধার অভিযান শেষের পথে

তুরস্কে উদ্ধার অভিযান শেষের পথে

February 19, 2023 08:16:03 PM   আন্তর্জাতিক ডেস্ক
তুরস্কে উদ্ধার অভিযান শেষের পথে

বিধ্বংসী ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্ক। দেশটিতে গত ৬ ফেব্রুয়ারি ভয়াবহ এক ভূমিকম্প আঘাত হানে। এতে এখন পর্যন্ত ৫০ হাজারের বেশি লোকের প্রাণহানি ঘটেছে। প্রতিনিয়ত বাড়ছে এই মৃত্যুর মিছিল। ভূমিকম্পে হাজার হাজার ধসে পড়া ভবনে এখনও অনেকে আটকা পড়ে আছে বলা শঙ্কা। তবে শিগগিরই উদ্ধার অভিযানের ইতি টানা হচ্ছে বলে জানিয়েছে তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা প্রেসিডেন্সি (এএফএডি)। খবর আল-জাজিরা। এএফএডি বলছে, তুরস্ক ও সিরিয়ায় বিধ্বংসী ভূমিকম্পের প্রায় দুই সপ্তাহ পর বেশিরভাগ প্রদেশে উদ্ধার অভিযান শেষ হয়েছে।  এএফএডি-এর প্রধান ইউনিস সেজার শনিবার এক বিবৃতিতে জানান, ভূমিকম্পের কারণে তুরস্কে মৃতের সংখ্যা বেড়ে ৪০ হাজার ৬৪২ জন হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা লোকদের খোঁজ ও উদ্ধারের কাজ বেশিরভাগ প্রদেশে শেষ হয়েছে।  তিনি আরও বলেন, 'আমরা বিশ্বাস করি আজ সোমবার রাতের মধ্যে অনুসন্ধান ও উদ্ধার কাজ শেষ হয়ে যাবে।' এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমান করেছে, তুরস্ক এবং সিরিয়া উভয় দেশে প্রায় দুই কোটি ৬০ লাখ মানুষের মানবিক সহায়তা প্রয়োজন।