Date: November 21, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / আন্তর্জাতিক / তুরস্কের ভূমিকম্পে উদ্ধার অভিযান সমাপ্তি ঘোষণা

তুরস্কের ভূমিকম্পে উদ্ধার অভিযান সমাপ্তি ঘোষণা

February 20, 2023 07:41:55 PM   আন্তর্জাতিক ডেস্ক
তুরস্কের ভূমিকম্পে উদ্ধার অভিযান সমাপ্তি ঘোষণা

স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত হয়ে পড়েছে তুরস্ক ও সিরিয়া। সম্প্রতি ঘটে যাওয়া এই ভয়াবহতায় দেশ দু’টির পাশাপাশি থমকে দাঁড়িয়েছে পুরো বিশ্ব। ভয়াবহ এই ভূমিকম্পের প্রায় দুই সপ্তাহ পর বেশিরভাগ অঞ্চলে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষ হয়েছে বলে জানিয়েছে তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি)। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। গত রোববার সন্ধ্যায় তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে। এর আগে শনিবার তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা প্রধান ইউনিস সেজার জানিয়েছেন, ভূমিকম্পে তুরস্কে বর্তমান মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ৬৪২ জনে। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষের খোঁজ ও উদ্ধারের কাজ বেশিরভাগ অঞ্চলে শেষ হয়েছে। গত ৬ ফেব্রুয়ারির ভূমিকম্পে তুরস্ক এবং সিরিয়ায় ৪৬ হাজারের বেশি মানুষ মারা যায়। এই প্রাণহানির সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্মরণকালের ভয়াবহ এই ভূমিকম্পে কেবল তুরস্কেই ৩ লাখ ৪৫ হাজারের মতো অ্যাপার্টমেন্ট ধ্বংস হয়েছে। এখনও অনেক মানুষ নিখোঁজ রয়েছেন। এ ছাড়া ১০ লাখের বেশি মানুষ গৃহহীন হয়ে পরেছে। ভুমিকম্পের কারণে কোটি ডলারের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেশ দুটির।