Date: November 21, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / আন্তর্জাতিক / দ. আফ্রিকা-চীনের নৌবাহিনীর সঙ্গে রুশ যুদ্ধজাহাজের মহড়া

দ. আফ্রিকা-চীনের নৌবাহিনীর সঙ্গে রুশ যুদ্ধজাহাজের মহড়া

February 18, 2023 10:13:57 PM   আন্তর্জাতিক ডেস্ক
দ. আফ্রিকা-চীনের নৌবাহিনীর সঙ্গে রুশ যুদ্ধজাহাজের মহড়া

আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের সমালোচনার মধ্যেই দক্ষিণ আফ্রিকার পূর্ব উপকূলের সমুদ্র সীমায় দক্ষিণ আফ্রিকা, চীন ও রাশিয়ার যৌথ নৌ-মহড়া চলছে। শুক্রবারের এ মহড়া নিয়ে সমালোচকরা বলছেন, ১০ দিনের এই সামরিক মহড়া দক্ষিণ আফ্রিকার তেমন উপকারে আসবে না। বরং এটি ইউক্রেনে চলমান হামলার এক বছর পূর্তি উপলক্ষে, মস্কোর জন্য একটি প্রচারণা হিসেবে কাজ করবে। খবর ভয়েস অব আমেরিকার। এ ছাড়া সমালোচকরা আরও বলছেন, ফ্রিগেট এ দক্ষিণ আফ্রিকার সেনাদের উপস্থিতি, ইউক্রেনে রুশ আগ্রাসনের বর্ষপূর্তির প্রাক্কালে মস্কোর জন্য একটি সাফল্য ও স্বাধীনতা সংগ্রামী নেলসন ম্যান্ডেলার দেশের জন্য লজ্জাজনক বলে প্রতীয়মান হবে। দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত লিউবভ আব্রাভিটোভা জানান, তিনি এই মহড়ার নিন্দা জানাচ্ছেন। দক্ষিণ আফ্রিকা বারবার ইউক্রেনের সংঘাত বিষয়ে তার নিরপেক্ষ অবস্থানের কথা বলছে এবং রাশিয়ার সঙ্গে দেশটির সম্পর্ক রাখার অধিকার রয়েছে বলে উল্লেখ করছে। দক্ষিণ আফ্রিকা তার সহযোগী ব্রাজিল, ভারত ও চীনের সঙ্গে ব্রিকস বাণিজ্য ব্লকের সদস্য। ডেমোক্র্যাটিক অ্যালায়েন্সে এর ছায়া মন্ত্রীসভার প্রতিরক্ষামন্ত্রী কোবুস মারাইস জানিয়েছেন, মোসি-টু নামের এই মহড়া দক্ষিণ আফ্রিকার নৌবাহিনীর কোনো উপকারে আসবে না। বরং এই তহবিল অন্য কোনো ভালো খাতে ব্যয় করা যেত। দক্ষিণ আফ্রিকার প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, এটি রাশিয়ার সঙ্গে প্রথম যুদ্ধ মহড়া নয়। এর আগে, দক্ষিণ আফ্রিকা তার পশ্চিমা মিত্রদের সঙ্গেও সামরিক মহড়ায় যোগ দিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রে কর্মকর্তারা অনুমান করেছেন, গত ফেব্রুয়ারিতে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে অসংখ্য ইউক্রেনের বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া, উভয় পক্ষের এক লাখ করে বা তারও বেশি সেনা নিহত হয়েছেন।